দেশ 

একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে কংগ্রেস ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস দল এবার প্রত্যাশিত ফলাফল করতে চলেছে । দলের পক্ষ থেকে আন্তর্জাতিক এক সমীক্ষক সংস্থা দিয়ে দেশজুড়ে সমীক্ষা চালানো হয়েছে সেখানেই এই তথ্য ওঠে এসেছে । বলা হয়েছে দক্ষিন ভারত থেকে কংগ্রেসের বিজয় রথ এগিয়ে যাবে । প্রসঙ্গত এবারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দক্ষিণ ভারতের কেরলের ওয়াইনাড কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন । আর রাহুলের ভোটে দাঁড়ানোর এই প্রভাব সমগ্র দক্ষিন ভারতেই পড়বে বলে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে ।

কেরল , অন্ধপ্রদেশ ,কর্ণাটক , তামিলনাড়ুতে কংগ্রেস এবং তার জোট সঙ্গীরা অপ্রত্যাশিত ফল করবে বলে দাবি করা হয়েছে । পশ্চিমভারতে বিজেপির একচ্ছত্র আধিপত্য কমছে , মধ্যভারতে কংগ্রেস এবার ভাল সিট পাবে । বিশেষ করে মধ্যপ্রদেশে কৃষিঋণ মকুব করে দেয় কমলনাথ সরকার যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে তার প্রভাব এবার ভোট বাক্সে পড়বে । মধ্যপ্রদেশে এখন সাধু-সন্তরাও কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন করেছেন । ফলে মধ্যপ্রদেশেও ভাল করতে চলেছে । উত্তরভারতের মধ্যে উত্তরপ্রদেশে বাদ দিলে সব এলাকায় কংগ্রেস ভাল ফল করবে । তবে উত্তরপ্রদেশে এবার বিজেপি ভাল ফল করতে পারবে না ; অন্যদিকে মায়াবতী-অখিলেশ ভাল ফল করবে ; আর প্রিয়াঙ্কার হাত ধরে এবার কংগ্রেস উত্তরপ্রদেশে কম করে ১০ টি আসন পাবে বলে দাবি করছে ।

Advertisement

উত্তরপূর্বাঞ্চলের মধ্যে ওড়িশা , বিহার ,ঝাড়খন্ডে কংগ্রেস ভাল ফল করবে । পশ্চিমবঙ্গেও ৪-৫ টি আসন কংগ্র্রেস পেতে পারে । অসম , মনিপুর নাগাল্যান্ড , মেঘালয় , সিকিম , অরুনাচল প্রদেশে ভাল আসন পেতে পারে কংগ্রেস ।

সব মিলিয়ে কংগ্রেস দল এবার কমপক্ষে ১৫০ আসন পাবে বলে ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে । অন্যদিকে ,এর চেয়ে ভাল ফল করলে কংগ্রেস এককভাবে ১৭৫ থেকে ২০০ আসন পেতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে । আর ইউপিএ জোট সহ ২৮০ টি আসন পেতে পারে কংগ্রেস বলে ইঙ্গিত দেওয়া হয়েছে । তবে সব জল্পনার অবসান ঘটবে আগামী ২৩ মে ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 3 =