দেশ 

সবার কাছ থেকে শিখছেন , মহাত্মা গান্ধীর নির্দেশিত পথে দেশের সেবা করতে চান সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে জানালেন রাহুল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদী তাঁর প্রধান সমালোচক । তাই তিনি যখন তাঁর সমালোচনা করেন তখন তিনি সেখান থেকে শিক্ষা নেন । তিনি বলেন মোদীজির কাছ থেকে আমি শিখেছি কেমন ভাবে দেশ শাসন করতে নেই । কেমনভাবে মিথ্যা কথা বলতে হয় এবং তা ভাষণবাজীর মধ্য দিয়ে মানুষের কাছে পৌছে দিতে হয় তা আমি মোদজির কাছ থেকে শিখেছি । ভারতের অন্যতম প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাহুল গান্ধী এই মন্তব্য করেন । সর্বভারতীয় ওই সংবাদ মাধ্যমের সাংবাদিক যখন তাঁকে প্রশ্ন করেন পাপ্পু  কেউ বললে আপনি কী রেগে যান ? উত্তরে রাহুল বলেন , আমি তো খুব মজা পাই । সব কিছু থেকেই শিখতে হয় ; এই ব্যঙ্গ থেকেও শিখছি ।

এদিন রাহুল ওই সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে দাবি করেছেন, জম্মু-কাশ্মীরে শান্তি ফিরিয়ে এনে ছিলেন এবং রাজ্যের উন্নয়নে কাজ করে দেখিয়ে দিয়েছেন মনমোহন সিং সরকার৷ মহিলাদের ক্ষমতায়ন থেকে পঞ্চায়েতি রাজে সাফল্য এনে দিয়েছেন মনমোহন সিং৷ দেশের অর্থনীতিকে পরিকল্পনার মাধ্যমে শক্তিশালী করেছিল মনমোহনের সরকার৷ কিন্তু রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান তবে কী করবেন? রাহুলের জবাব দেশের মানুষ যা চায় তাই করবেন তিনি৷ ২৩ মে মানুষ রায় দেবে৷ মোদী ইতিমধ্যেই নির্বাচনে হেরে গিয়েছেন৷

Advertisement

নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন রাহুল৷ সাক্ষাৎকারে রাহুল বলেন, তিনি ডেভালপমেন্ট স্টাডিজ নিয়ে এমফিল করেছেন। প্রসঙ্গত বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর অরুণ জেটলি রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ রাহুল নাকি স্নাতকোত্তর না হয়েই এমফিল করেছেন৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে পছন্দ করেন না বলে জানিয়েছেন রাহুল৷ সোনিয়া তনয়ের মতে, মহত্মা গান্ধী বলেছিলেন, লাইনের শেষ মানুষটি যেন সাহায্য থেকে বঞ্চিত না হন তা দেখতে হবে৷ একজন আরএসএস -কর্মী যদি বিপদে পড়েন তাকেও সাহায্য করতে প্রস্তুত রাহুল৷ তিনি যদি প্রধানমন্ত্রী হন তবে মানুষের মনের খোঁজ নেবেন – বলেছেন রাহুল৷

১৯৮৪ -র দাঙ্গা নিয়ে দেশে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে৷ শিখ বিরোধী দাঙ্গা সম্পর্কে স্যাম পিত্রোদা সম্প্রতি যে মন্তব্য করেছেন তাকে রাজনৈতিকভাবে বিরোধীতা করেছে৷ রাহুল বলেছেনস, স্যাম পিত্রোদা যা বলেছেন তা ঠিক নয়৷ উনি ক্ষমা চাইবেন৷ শিখ বিরোধী দাঙ্গাবাজদের শাস্তি পাওয়া উচিত৷

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen + 12 =