কলকাতা 

সুখবর আগামী সপ্তাহের শুরুতেই ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সোম, মঙ্গল ও বুধবারের মধ্যে যে কোনও দু’দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

অন্যদিকে, কলকাতায় সোম-মঙ্গল-বুধে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রবিবারই পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।

Advertisement

এ প্রসঙ্গে, আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস  বলেন, ‘‘সোম, মঙ্গল ও বুধবারের মধ্যে যে কোনও দু’দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামিকাল পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি হতে পারে’’।

প্রসঙ্গত, গত সপ্তাহে ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাব কাটতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দাপট দেখাতে শুরু করে গরম। এক ধাক্কায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছে পৌঁছে যায়। গত সোমবারই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছোঁয় ৩৭.৯ ডিগ্রিতে। যা কলকাতায় এ মরশুমের উষ্ণতম দিন ছিল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 2 =