জেলা 

কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনার বদলের কারণ কী ? তা জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী ; জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি দল ভোট কিনে জিততে চাইছে । আর বিজেপি দল হাওলার মাধ্যমে টাকা পাচারের জন্যই কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে বদল করেছে বলে এদিন মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো। শনিবার হাড়োয়ার সভায় মমতা বলেন, কলকাতায় হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করলে যাতে ধরা না পড়ে সে কারণে কলকাতার পুলিশ কমিশনার বদল করা হয়েছে।

কলকাতা বিমানবন্দর থেকে টাকার বাক্স নিয়ে এলে যাতে নজর এড়ানো যায়, সে কারণে বিধাননগরের পুলিশ কমিশনারকেও বদল করা হয়েছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে দু’বার কমিশনার বদল হয় কলকাতা পুলিশে। রাজীব কুমারের পর কলকাতার সিপি করা হয় অনুজ শর্মাকে। তার কিছুদিন পরই কলকাতার নগরপাল করা হয় রাজেশ কুমারকে।

Advertisement

অন্যদিকে, বৃহস্পতিবার গভীর রাতে পিংলায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়। এ ঘটনার প্রসঙ্গ তুলে এদিনও ফের মমতা বলেন, ‘‘কপ্টারে করে টাকা আসছে। কেউ যাচ্ছে মথুরাপুরে, কেউ যাচ্ছে খড়গপুরে, কেউ যাচ্ছে ডায়মন্ড হারবারে। বিজেপি প্রার্থীর গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে’’।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine − 7 =