পঞ্চায়েত সংবাদ 

মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর–জেলা পরিষদের প্রার্থী তন্দ্রা পুরকাইত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জামিতুল ইসলাম

পাঁচ বছরে পরিবেশ রক্ষার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছি। প্রত্যেক বছর অরণ্য উৎসব পালন করে বিনামূল্যে চারা গাছ বিলি করেছি। এছাড়া মানুষের জন্য নানান উন্নয়নমূলক কাজ করেছি। কোথায় রাস্তার অবস্থা কীরকম তা খতিয়ে দেখে খারাপ রাস্তাগুলিকে সংস্কার করেছি। পানীয় জলের ব্যবস্থা, স্কুল তৈরি সহ স্বাস্থ্যকেন্দ্রেও উন্নয়নমূলক কাজ করেছি। আর এবারের নির্বাচনে জয়ী হলে মানুষের পাশে থেকে  বাকি কাজগুলি শেষ করাই আমার জীবনের লক্ষ্য। ‘বাংলার জনরব’ প্রতিনিধিকে এমনটাই জানালেন দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট এলাকার তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী তন্দ্রা পুরকাইত।

Advertisement

২০১৩ পঞ্চায়েত নির্বাচনে মগরাহাট এলাকা থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। এলাকায় প্রভূত উন্নয়ন করেছেন তিনি। তাই এবারও তাঁর উপরেই ভরসা রেখে টিকিট দিয়েছে দল। জয়ের পর মূলত পরিবেশ দূষণ রোধেই কাজ করতে চান তিনি। এই প্রসঙ্গে তন্দ্রা বলেন,পরিবেশ দূষণের কারণে বিশ্ব উষ্ণায়ন ক্রমশ বাড়ছে। এইভাবে চলতে থাকলে শেষ পর্যন্ত এমন একটি পর্যায়ে পৌঁছাবে যে প্রাণীকূলের অস্তিত্ব বিপন্নের সম্মুখীন হবে। পৃথিবী রক্ষা করতে হলে সবার আগে গাছ লাগানোর প্রয়োজন। তিনি বলেন’ গত পাঁচ বছরে এলাকায় প্রচুর গাছ লাগগিয়েছি। এবার এলাকায় পাঁচ বছরে ৫ লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্ররা থাকছে।’ তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন প্রকল্প ‘সবুজশ্রী’  চালুু হয়েছে । তাতে বহুমূল্যর চারা গাছ দেওয়া হবে। যার মাধ্যমে সাধারণ পরিবারের লোকেরা অনেক টাকা বয়সের সঙ্গে ডিপোজিট থেকে যাবে। ব্যাঘন প্রকল্পের মাধ্যমে সুন্দরবন ঝাড়খালীতে অনেক কাজ করেছি।ভূমি দপ্তরে সরকারি বেশি জায়গা নিয়ে ল্যান্ড ব্যাংক তৈরি করেছি। যাতে ওই জায়গায় কারখানা করে ছেলে মেয়েদের কর্মসংস্থান করা যায়। অনেক রাস্তা তৈরি করেছি। আগামীতে ভোটে জিতে আমি মানুষের পাশে থেকে অনেক কাজ করতে চাই। এছাড়া জলের সমস্যা দূর করতে ও ঘরের সমস্যা সমাধান করতে চান বলে জানিয়েছেন তন্দ্রা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four − 4 =