দেশ 

ফের রাজীব গান্ধীকে আক্রমণ মোদীর ; পাল্টা কংগ্রেসের তোপ রাজীব গান্ধীর মৃত্যুর জন্য বিজেপি দায়ী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজীব গান্ধীকে ফের আক্রমণ করলেন নরেন্দ্র মোদী । তিনি বলেছেন দেশের এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি নৌবাহিনীর জাহাজকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন । তিনি বলেন , ভারতীয় নৌসেনাকে অপমান করে গান্ধী পরিবার আইএনএস বিরাটে ১০ দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন৷ এবাবেই ক্ষমতার অপব্যবহার করত গান্ধী পরিবার বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তাঁর পুরো পরিবারকে নিয়ে আইএনএস বিরাটে ছুটি কাটাতে গিয়েছিলেন৷ এমনভাবে এই যুদ্ধ জাহাজকে ব্যবহার করা হত, যেন সেটি গান্ধী পরিবারের ব্যক্তিগত সম্পত্তি৷ জনসভায় দাঁড়িয়ে দেশের জন্য শহীদ একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে এভাবে আক্রমণ দেশের রাজনীতিতে কোনোদিন হয়নি । তবে মোদী তা করেছিলেন । কারণ তাঁকে জিততে হবে । তাই রাজীব গান্ধীর বিরুদ্ধে মুখ খুলতেও বাধছে না । এই প্রেক্ষাপটে এবার কংগ্রেস দল মোদীকে ও বিজেপিকে সরাসরি আক্রমণের পথে গেল ।

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর জন্য বিজেপিকে দায়ী করলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল৷ বৃহস্পতিবার এমনই বোমা ফাটান তিনি৷ তাঁর বিস্ফোরক মন্তব্য, বিজেপি সমর্থিত ভিপি সিংয়ের সরকার রাজীব গান্ধীকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি৷ বিজেপির প্রবল বিদ্বেষের কারণে প্রাণ হারান তিনি৷

Advertisement

রাজীব গান্ধীকে ‘ভ্রষ্টাচার নম্বর ওয়ান’ বলার পর থেকে নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক কংগ্রেস৷ এদিন দলের হয়ে সাত সকালে ময়দানে নামেন একসময় সোনিয়ার ব্যক্তিগত উপদেষ্টা আহমেদ প্যাটেল৷ একটি ট্যুইট করে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ লেখেন, গোয়েন্দা সংস্থা থেকে রাজীবের প্রাণনাশের আশঙ্কা করা হয়েছিল৷ বারবার বলা স্বত্ত্বেও তাঁর নিরাপত্তা বাড়ায়নি তৎকালীন বিজেপি সমর্থিত ভিপি সিংয়ের সরকার৷ বিজেপির ঘৃণা ও বিদ্বেষের বলি হন রাজীব৷ তাঁর বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ এখন উঠছে তার জবাব দেওয়ার জন্য আজ তিনি উপস্থিত নেই৷

মৃত্যুর তিন দশক পর লোকসভা নির্বাচনের আলোচনায় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী৷ উত্তরপ্রদেশের এক জনসভায় তাঁকে ভ্রষ্টাচার নম্বর ওয়ান বলে তীব্র বিতর্কের সৃষ্টি করেন মোদী৷ প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের তীব্র বিরোধীতা করে কংগ্রেস৷ সেই বির্তকের মাঝে আবার প্রয়াত প্রধানমন্ত্রীকে টার্গেট করেন নমো৷

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + eighteen =