পুরসভা বিদ্যালয়গুলিতে ৯ মে থেকে গরমের ছুটি পড়ল
বাংলার জনরব ডেস্ক : আজ থেকে অর্থাৎ ৯ মে থেকে ছুটি পড়ে যাচ্ছে কলকাতার পুরসভার স্কুলগুলিতে। বুধাবার এমনটাই জানিয়ে দিয়েছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। ২৭ মে থেকে ছুটি পরার কথা ছিল ওই সমস্ত স্কুলে। কিন্তু তা এগিয়ে নিয়ে এদিন থেকেই ছুটি ঘোষণা করা হল৷
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩ মে থেকে ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলিতে। ৩০ জুন পর্যন্ত চলবে সেই ছুটি। সেই বিষয়টি উল্লেখ করে, এদিন মাননীয় মেয়রকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “বিষয়টা আমার খেয়াল ছিল না। বৃহস্পতিবার থেকেই সমস্ত পুরসভার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হল।”
তবে কতদিন পর্যন্ত এই ছুটি চলবে সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেন নি মেয়র। সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলিতে ২ মাসের ছুটি ঘিরে ইতিমধ্যেই বিতর্ক ঘনীভূত হয়েছে। সোশ্যাল সাইটে মেমের বন্যা। ক্ষোভ ছড়াচ্ছে বাংলার শিক্ষা মহলে।