জেলা 

তমলুক, হলদিয়া, ময়না , নন্দীগ্রাম , কোলাঘাটে ‘ লাল ঝান্ডা ‘ মিছিলের ঝড় কী সিপিএমের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : তমলুক লোকসভা কেন্দ্রের ইতিহাসটা অন্য রকম । স্বাধীনতার পর থেকে বরাবরই বামেদের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত ছিল । সতীশ সামন্ত এখান থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন । আসল মেদিনীপুরের এই এলাকার মানুষ স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের সব ধরনের পরিবর্তনের ক্ষেত্রে নজীর তৈরি করেছে । বামেদের এই রাজ্যে ক্ষমতায় আসার নেপথ্যে অবিভক্ত মেদিনীপুরের ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারবে না । আবার বামেদের পতনের নেপথ্যেও নন্দীগ্রাম আন্দোলনের গুরুত্ব অস্বীকার করা যাবে না ।

স্বাধীনোত্তর ভারতে মেদিনীপুরে বামেদের শক্তি বরাবরই বেশি ছিল । জেলা ভাগ হওয়ার পরও সেই শক্তি অটুট ছিল । কিন্ত নন্দীগ্রাম আন্দোলনের পর পূর্ব মেদিনীপুরে মূলত বামেদের ব্যাপকভাবে শক্তি ক্ষয় হয় । লক্ষণ শেঠ সিপিএম থেকে বহিস্কার হওয়ার পর কার্যত দলটির সংগঠন সব দিক থেকেই নষ্ট হয়ে যায় । তবে মানুষের মনে দলটির প্রতি একটা জায়গা ছিল । তা না হলে গত বিধানসভা নির্বাচনে হলদিয়া , তমলুক ও পাঁশকুড়া আসনটি সিপিএম জিততে পারত না ।

Advertisement

 

আসলে সময়ে প্রেক্ষিতে মানুষের মনের পরিবর্তন হচ্ছে । তাছাড়া যেভাবে শাসক তৃণমূল তোলাবাজি শুরু করেছে তাতে আর যাইহোক মানুষের আস্থা যে দলটির প্রতি দিন দিন কমছে তা নিয়ে কোনো সন্দেহ নেই । সেই অনাস্থা থেকেই জন্ম হয়েছে বামেদের প্রতি বিশ্বাস । আর এটা দেখা যাচ্ছে এই লোকসভা নির্বাচনে । তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে নন্দূীগ্রাম , হলদিয়া , মহিষাদল , নন্দকুমার , তমলুক , পাঁশকুড়া পশ্চিম , ময়না । তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ইব্রাহিম মোল্লা । তিনি নিজে পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক । সুতরাং পাঁশকুড়া পশ্চিমে তাঁর যথেষ্ট সংগঠন আছে । কিন্ত দেখা যাচ্ছে , হলদিয়া থেকে শুরু করে তমলুক পর্যন্ত যেখানেই সিপিএমের নির্বাচনী সভা সমাবেশ হচ্ছে তাতে লাল ঝান্ডা লক্ষনীয়ভাবে জায়গা করে নিচ্ছে । নন্দীগ্রামে প্রায় ১৩ বছর পর বিশাল মিছিল করল সিপিএম । মহম্মদ সেলিমের সভাতে ভীড় ছিল লক্ষ্যনীয় ।

তাছাড়া গত সপ্তাহে কানাইয়া কুমার এসেছিলেন ভোট প্রচারে তমলুকে । সেই সমাবেশে এত জমায়েত হয়েছিল যা মোদীর সভাতেও হয়নি । কয়েকদিন আগে কোলাঘাট থেকে তমলুক পর্যন্ত পদযাত্রা করেন প্রার্থী ইব্রাহিম আলী । সেই লাল ঝান্ডার মিছিলে মানুষের ভীড় দেখে যে কেউ বলতেই পারেন মেদিনীপুরের জমিতে ফের ঘুরে দাঁড়াচ্ছে বামেরা ।

লোকসভা ভোটের ময়দানে তমলুকের তুণমূল প্রার্থী দ্বিব্যেন্দু অধিকারীকে যে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে সিপিএম তা এখন থেকেই বলে দেওয়া যায়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × one =