কলকাতা 

রাজ্যের পঞ্চম দফার ভোটে কয়েকটি বিক্ষিপ্ত অশান্তির খবর জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে পঞ্চম দফায় নির্বাচন ছিল মোট সাতটি কেন্দ্রে । আরামবাগ , হুগলী , শ্রীরামপুর , হাওড়া ( সদর) , উলুবেড়িয়া ,বনগাঁ ও ব্যারাকপুর ।

হুগলী জেলার তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে খানিকটা অশান্তি হয়েছে হুগলী লোকসভা কেন্দ্রের ধনিয়াখালিতে । এখানে একটি বুথে ছাপ্পা হচ্ছে এই অভিযোগ করে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি ইভিএম ভেঙে দেন বলে অভিযোগ । ইভিএম ভাঙার জন্য লকেটের বিরুদ্ধে এফআইআর করেছে কমিশন । এছাড়া এই লোকসভা কেন্দ্রে তেমন কোনো অভিযোগ আর পাওয়া যায়নি ।

Advertisement

আরামবাগ ও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অধিকাংশ বুথে এজেন্ট দিতে পারেনি বিরোধীরা বলে অভিযোগ । যদিও বিরোধীদের অভিযোগ তাদেরকে বসতে দেওয়া হয়নি । অন্যদিকে আরামবাগ লোকসভা কেন্দ্রে তারকেশ্বরের তালপুর পঞ্চায়েত এলাকার এক বুথে তৃণমূল নেতা বুথের মধ্যে দাঁড়িয়ে থেকে ভোট দিয়ে দিচ্ছেন এই ভিডিও সামনে আসার পরই সরিয়ে দেওয়া হয় প্রিসাইডিং অফিসারকে এবং ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে । এছাড়া তেমন কোনো অভিযোগ আর নেই ।

হাওড়া ( সদর) লোকসভা কেন্দ্রের ভোটও শান্তিপূর্ন ভাবেই হয়েছে । তবে শেষের দিকে বালটিকরি মুক্তরাম হাইস্কুলের বুথে কেন্দ্রীয় বাহিনী হাতে বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থীর হেনস্থার ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক । এছাড়া মোটামুটি হাওড়া জেলার ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটিতে সকাল থেকে যতকান্ড ঘটতে থাকে । বিজেপি প্রার্থী অর্জুন সিং আক্রান্ত হন , বুথ দখলের অভিযোগ ওঠে । অন্যদিকে বনগাঁতেও একই অভিযোগ ওঠে । এখানে একটি বুথে বোমাবাজি হয় বলে অভিযোগ ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three − three =