জেলা 

ভোটের দিন যতকান্ড ব্যারাকপুরে ; আক্রান্ত বিজেপি প্রার্থী অর্জুন সিং ; পুনর্নিবাচনের দাবি জানাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশজুড়ে অনুষ্ঠিত পঞ্চম দফার নির্বাচনেরে দিন দেশের প্রতিটি মিডিয়ার নজরে ছিল রাজ্যের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি । ভোট শুরু হওয়ার পর থেকে শুরু হয় এই কেন্দ্রে একটার পর একটা কান্ড । দেশের সব জায়গায় নির্বাচন তুলনামুলক শান্তিপূর্ণ হলেও ব্যতিক্রম ছিল ব্যারাকপুর ।

ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বিজেপি প্রার্থী অর্জুন সিং খবর পান তার কেন্দ্রের মধ্যে মোহনপুরের একটি বুথে বিজেপির এজেন্ট বের করে দেওয়অ হয়েছে । এই খবর পেয়ে তিনি সোজা চলে যান সেই এজেন্টের বাড়ি । সেখান থেকে তাকে সঙ্গে নিয়ে বুথে ফিরে আসার সময় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন । সেখানে দেখা যায় তাকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে । এরপরেই  এক ভুয়ো ভোটারকে ধরার জন্য ছুটতে থাকেন । আর ছুটতে গিয়ে পড়ে যান । এরপর আবার নৈহাটি এলাকায় যান , সেখানে গিয়েও তিনি বুথ সামলান । দুপুরের পর খবর পান আমডাঙার তেঁতুলিয়ায় বিজেপির এজেন্টকে বের করে দিয়ে ছাপ্পা চলছে । সেখানে পৌছে যান অর্জুন সিং । সেখানে গিয়ে তিনি তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ ।

Advertisement

নজীরবিহীনভাবে হলেও ভোট চলার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতা প্রকাশ জাভেড়কর দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন , ব্যারাকপুরে তাদের প্রার্থী আক্রান্ত , রক্তাক্ত হয়েছেন । গনতন্ত্র ধ্বংস হয়েছে । এই পরিস্থিতিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট পুনরায় নেওয়া হোক । আর এই ভোট বাতিল করা হোক ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × two =