পঞ্চায়েত সংবাদ 

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে চার রাজ্য থেকে আসছে সশস্ত্র পুলিশ বাহিনী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত ভোটে নিরাপত্তার জন্য ৪টি রাজ্য থেকে আসছে বাহিনী। সিকিম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ওড়িশা থেকে ২ হাজার সশস্ত্র পুলিসকর্মী রাজ্যে আসছে বলে শুক্রবার জানা গিয়েছে নবান্ন সূত্রে। এদিকে, রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচনী প্রচার করতে পারবেন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটপ্রচারের ওপর বাড়তি নজর রাখবে কমিশন। জেলাশাসক ও পুলিশ সুপারদের প্রচারের দিকে অতিরিক্ত নজরদরি করার নির্দেশ কমিশনের। গন্ডগোল এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন, বার্তা জেলা প্রশাসনকে। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পর্যবেক্ষকদের। এদিনই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বাংলার জনরব চ্যানেল কে জানান ,এই পঞ্চায়েত ভোট হামলা-মামলা-জোট-ঘোঁট করে ব্যাহত করার চেষ্টা করেছিল বিরোধীরা। তারা ব্যর্থ হয়েছে। হামলাবাজ, দাঙ্গাবাজ ও ভাঁওতাবাজেরা একত্রিত হয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আক্রমণ করছে। তাঁর দাবি, পদ্মফুল কুড়ি ফোটাতে পারবে না এই পশ্চিমবঙ্গে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 1 =