দেশ 

যৌন হেনস্থার অভিযোগ থেকে প্রধান বিচারপতিকে বেকসুর খালাস দিল সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা মামলায় তিন বিচারপতির ইন-হাউস এনকোয়ারি প্যানেল যৌন হেনস্থার অভিযোগ থেকে বেকসুর খালাস দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-কে। তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কর্মরত বর্তমানে বরখাস্ত এক মহিলা কিছুদিন আগে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তা নিয়ে দেশজুড়ে হইচই পড়ে যায় । পরে প্রধান বিচারপতি তিন জন প্রবীণ বিচারপতিকে নিয়ে এক বেঞ্চ গঠন করেন যারা এই মামলার শুনানী করবেন। কিন্ত দেখা যায় অভিযোগকারিনী বারবার শুনানীতে অনুপস্থিত থাকেন । তারফলে এক তরফাভাবেই মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

বিচারপতির প্যানেলের মাথায় ছিলেন বিচারপতি এসএ বোবডে। তিনি বলেছেন, বরখাস্ত হওয়া সুপ্রিম কোর্টের কর্মীর অভিযোগে কোনও সারবত্তা ছিল না। ফলে অভিযোগ খারিজ করা হল। সুপ্রিম কোর্টের সেক্রেটারি-জেনারেলের অফিস জানিয়েছে, এই রিপোর্ট জনসমক্ষে আনা যাবে না। গত রবিবার ইন-হাউস কমিটি রিপোর্ট জমা দেয়। পরে সেই রিপোর্ট খতিয়ে দেখে এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্টের একটি কপিও মুখ্য বিচারপতিকে পাঠানো হয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + 16 =