দেশ 

রাজীব সম্পর্কে মোদীর কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে প্রিয়াঙ্কার টুইট ‘‘এই প্রধানমন্ত্রীই পুলওয়ামার শহিদদের দেখিয়ে ভোট চাইছেন। আর গত কাল উনি আমার বাবার মতো এক জন মহান শহিদকে অপমান করলেন ; মোদীজি এই দেশ কখনও ছলনাকে মেনে নেয়নি। মেনে নিতে পারেনি ’’

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শনিবার উত্তরপ্রদেশের লখনউতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে সবচেয়ে দূনীর্তিগ্রস্থ ব্যক্তি বলে িঅভিহিত করেছিলেন । সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস দল কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে । কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি, চিদাম্বরম তীব্র ভাষায় মোদীর সমালোচনা করে বলেন , দিল্লি হাইকোর্ট রাজীব গান্ধীকে ক্লিন চিট দিয়েছিল , তারপর বিজেপি সরকার হাইকোর্টের এই রায় বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার সাহস দেখায়নি । তারপর এই ধরনের মন্তব্য নিজেকে রাফাল কেলেংকারী থেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা বলে মন্তব্য করেছেন পি. চিদম্বরম ।

এদিকে রাহুল গান্ধীর মতই রাজীব কন্যা প্রিয়াঙ্কাও বাবার অপমানের বদলা নিলেন । তিনি রাজীব গান্ধীকে দেশের অন্যমত মহান শহীদের আখ্যা দিয়ে টুইটে লিখেছেন , ‘‘এই প্রধানমন্ত্রীই পুলওয়ামার শহিদদের দেখিয়ে ভোট চাইছেন। আর গত কাল উনি আমার বাবার মতো এক জন মহান শহিদকে অপমান করলেন। অমেঠীর ভোটাররা এর যোগ্য জবাব দেবেন। রাজীব গাঁধী অমেঠীর মানুষের জন্য তাঁর জীবন দিয়েছিলেন। হ্যাঁ, মোদীজি এই দেশ কখনও ছলনাকে মেনে নেয়নি। মেনে নিতে পারেনি।’’

Advertisement

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × one =