কংগ্রেসের হয়ে প্রচারে বেরিয়ে ভক্তদের ভিড়ে অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী
বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারে নেমে অভিনেত্রী মহিমা চৌধুরির ভক্তদের আতিশয্যে অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ।রাজস্থানের হনুমানগড়ে কংগ্রেসের হয়ে প্রচারে বেরিয়েছিলেন৷ তাঁকে দেখতে উপচে পড়ছিল ভিড়৷ আর সেই ভিড় বাড়তে বাড়তে একসময় এমন পর্যায়ে পৌঁছল যে শুরু হল ধাক্কাধাক্কি৷ এতোটা পর্যন্ত তাও বিষয়টি নিয়ন্ত্রণে ছিল৷ এরপরেই প্রিয় অভিনেত্রীকে দেখতে প্রচারের গাড়িতেই উঠে পড়লেন একাধিক ভক্ত৷
পরিস্থিতি যাকে বলে বেসামাল৷ আর সেই জনপ্রিয়তার ধাক্কাতেই আহত হলেন মহিমা৷ ধাক্কাধাক্কিতে জিপে উঠে পড়া কিছুজন নিচেও পড়ে যান৷ তবে আহত অভিনেত্রীর চিকিৎসা শুরু হয় বলে জনসত্তা সংবাদ মাধ্যমের খবর থেকে জানা গিয়েছে৷