জেলা 

ভোট পরবর্তী সন্ত্রাসে শাসক দলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা ; রাষ্ট্রপতির দ্বারস্থ বাংলার বিজেপি নেতারা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভোট পরবর্তী সন্ত্রাসে শাসক তৃণমূলের হাতে বিজেপির কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন এই অভিযোগ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বরাস্থ হচ্ছে রাজ্য বিজেপি ।

পূর্ব বর্ধমান জেলায় নির্বাচন পরবর্তী শাসকদল তৃণমূল কংগ্রেসের অত্যাচারের ঘটনা সম্পর্কে খোদ দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ চাইল পূর্ব বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিজেপি কর্মীদের ওপর মারধর করা, তাঁদের বাড়ি ছাড়া করে দেওয়ার ঘটনা তুলে ধরে লিখিতভাবে আবেদন জানানো হল।

Advertisement

স্মারকলিপিতে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, নির্বাচন পরবর্তী বিরোধীদের ওপর লাগাতার অত্যাচার চলছে। গ্রামছাড়া হয়ে যাচ্ছেন বহু কর্মী। অবিলম্বে ব্যবস্থা নিন। এই মর্মেই পূর্ব বর্ধমান জেলার বিজেপি নেতৃত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-এর কাছে লিখিত আবেদন জানালেন।

শুক্রবার পূর্ব বর্ধমান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের মাধ্যমে এই আবেদন পাঠানো হল। এদিন বর্ধমান জেলাশাসকের কাছে এব্যাপারে স্মারকলিপি দিতে আসেন বিজেপির বর্ধমান জেলার দুই সাংগঠনিক সভাপতি সন্দীপ নন্দী এবং কৃষ্ণ ঘোষ সহ বিজেপি নেতৃত্বরা। সন্দীপবাবু জানিয়েছেন, নির্বাচন পরবর্তী সময়ে বেছে বেছে বিজেপি কর্মীদের মারধর তাদের বাড়ি ছাড়া, মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। অবিলম্বে শাসকদলের এই সন্ত্রাস বন্ধের আবেদন জানানো হয়েছে এদিন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × four =