কলকাতা 

‘জমিয়তে উলামা ভবন’ তৈরির কাজ চলছে জোরকদমে

শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ  জমিয়তে উলামায়ে হিন্দ ও রাবেতায়ে মাদারিসের কেন্দ্রীয় রাজ্য অফিস ‘জমিয়তে উলামা ভবন’ নির্মাণের কাজ জোরকদমে চলছে। দমদমের বাঁকড়ায় জমিয়তের এই অফিসটি তৈরি হচ্ছে। গত জানুয়ারি মাসে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন এশিয়া মহাদেশের বৃহত্তম ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দের উপাচার্য মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী সাহেব ও জমিয়তের সর্বভারতীয় সভাপতি ক্বারী ওসমান সাহেব। তারপর থেকেই ভবন তৈরির কাজ শুরু হয়েছিল।

আজ শুক্রবার ওই ভবনের প্রথম তলের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। এদিন সকালবেলায় ছাদ ঢালাইয়ের সূচনা করেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। জমিয়তের রাজ্য সভাপতি জানিয়েছেন, প্রায় ছ’ কাটা জায়গার উপর গড়ে ওঠা এই ভবনটিকে ছ’তলা বিশিষ্ট করে নির্মাণ করা হবে। এই ভবনে জমিয়তে উলামায়ে হিন্দ ও রাবেতায়ে মাদারিসের  কেন্দ্রীয়  অফিস ছাড়াও  ইসলামী গবেষণাগার, গ্রন্থাগার, মেহমানখানা, মিটিং হল, অডিটোরিয়াম হল, সংগঠনের মুখপাত্র প্রকাশেরর অফিস ঘর, দ্বীনি তা’লিম বোর্ড, নতুন আলিমদের প্রশিক্ষণ, জাতীয় সংহতি ও সমন্বয়ের দিশা, তাহাফফুজে খতমে নবুওয়াতের অফিস প্রাকৃতিক দুর্যোগ সহায়তা কেন্দ্র, দারুল ইফতা সহ বিভিন্ন রকমের অফিস তৈরি হবে। ওয়াকিবহাল মহল মনে করছে, এই ধরণের প্রতিষ্ঠান গড়ে উঠলে তা আগামিদিনে, মুসলিম সমাজের ছেলেমেয়েদের মধ্যে শিক্ষার প্রসারে অনেকটাই ভূমিকা নেবে। তবে এই ভবনটি তৈরি করতে বিপুল পরিমাণ অর্থ খরচ হবে। যা একটি সংগঠনের পক্ষে যোগান  দেওয়া সম্ভব নয়। সেজন্য রাজ্যের মানুষের কাছে সহযোগীতার আরজি জানিয়েছেন সিদ্দিকুল্লাহ সাহেব। সরাসরি সাহায্য পাঠাতে চাইলে ইচ্ছুক ব্যক্তি স্টেট ব্যাঙ্কক অফ ইন্ডিয়ার কলুটলা শাখায় রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের ১০১০৯০৪৮১৫২ এই অ্যাকাউন্ট নম্বরে পাঠাতে পারেন। অন্যদিকে যাকাতের অর্থ পাঠাতে চাইলে ৮৪২০৭৪৭৩৮০ ও ৭০০৩১৬৬৬৩৯ ইচ্ছুক ব্যক্তিকে  এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Advertisement

ছাদ ঢালাইয়ের সূচনা করছেন জমিয়তে উলামার রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ্ চৌধুরী।

 

প্রসঙ্গত, ভারতের সবচেয়ে বড় মুসলিম সংগঠন হল জমিয়তে উলামায়ে হিন্দ। দেশজুড়ে এই সংগঠনের এক কোটিরও বেশি সদস্য রয়েছে। যার মধ্যে এরাজ্যে সদস্য সংখ্যা হল ১৯ লক্ষ ৩৭ হাজার। এরাজ্যে সংগঠনের প্রথম সভাপতি হয়েছিলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর আবু বক্কর সিদ্দিক (রহ.) ও সাধারণ সম্পাদক হয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিক মাওলানা আক্রাম খান (রহ.)।

মুসলিম সমাজের পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের শিক্ষায় এগিয়ে আসতে এই সংগঠনের উদ্যোগে ১৯৯৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল রাবেতায়ে মাদারিসে। দীর্ঘ ১৯ বছর ধরে এই সংগঠন পিছিয়ে পড়া মুসলিম পরিবারের ছেলে মেয়েদের শিক্ষায় এগিয়ে নিয়ে আসার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে।

 


শেয়ার করুন
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × three =