দেশ 

‘রাশিয়া থেকে জার্মানি থেকে পকিস্থানে বিরিয়ানী খেতে যাওয়ার অফুরন্ত সময় থাকে , কিন্ত বেনারসের একটি গ্রামে গিয়ে কৃষকের খোঁজ নেওয়ার সময় পাননি ৫ বছরে‘- মোদীকে তোপ প্রিয়াঙ্কার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের সাধারন সম্পাদক । নির্বাচনী প্রচারে কখনও রায়বেরিলি আবার কখনও আমেঠিতে প্রতিদিন চরকির মত ঘুরে বেড়াচ্ছেন । গতকাল শিশুদের সঙ্গে মিলিত হয়েছিলেন । কারণ তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধী নিয়মিত শিশুদের সঙ্গে মিলিত হতেন । সেই পরম্পরা বজায় রেখে তিনি শিশুদের সঙ্গে মিলিত হয়েছিলেন । সেখানে কোনো শিশু নাকি মোদীর সম্পর্কে বিরূপ মন্তব্য করেন । প্রিয়াঙ্কা সেই শিশুকে নিষেদ করে বলেছিলেন প্রবীণ ব্যক্তিদের সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে নেই । কিন্ত বিজেপি তা নিয়ে অভিযোগ করেছে কমিশনে । এরপরেই সাংবাদিকদের কাছে তিনি স্পষ্ট বলেন , আমাদেরকে পরম্পরা শেখানোর দরকার নেই । কারণ আমরা জানি শিশুদের কী শেখাতে হয় ? আমি একজন মা ।

শনিবার প্রিয়াঙ্কার প্রচার ছিল আমেঠিতে । সেখানে গিয়ে তিনি ঘরে ঘরে প্রচার করেন । কৃষকদের অবস্থা সরেজমীনে দেখেন । তাদের অভাব অভিযোগ শোনেন । একেবারে ইন্দিরার স্টাইলে মানুষের মনের কাছাকাছি পৌছে যাচ্ছেন তিনি ।

Advertisement

আমেঠিতে গিয়ে তিনি অভিযোগ করেন , বিগত ৫ বছরে রাহুল অনেক উন্নতি করার চেষ্টা করছিলেন । কিন্ত বিজেপি সরকার তাঁর কোনো কথা শোনোনি । এমনকি ফুড পার্কটি পর্যন্ত এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি করতে দেওয়া হয়নি । মনমোহন সিং সরকারের আমলে পাশ হওয়া সত্ত্বে নানা অজুহাতে এখানে কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি করা হল না ।

এরপরেই তিনি বলেন , আমাদের একজন প্রধানমন্ত্রী সমগ্র পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন , রাশিয়া যাচ্ছেন , জার্মানি যাচ্ছেন , কিন্ত বেনারসের একটি গ্রামেও তিনি যাওয়ার সময় পাননি ৫ বছরের মধ্যে । বিদেশে যাওয়ার অফুরন্ত সময় পাচ্ছেন মোদজি অথচ বেনারসের একজন কৃষকের কাছে গিয়ে তাদের দুরাবস্থার খোঁজ-খবর নেওয়ার সময় পাননি । এই প্রধানমন্ত্রীর কোনো প্রয়োজন আছে কিনা আপনারা বিচার করবেন । আমি কোনো রাজনীতি করতে আসিনি , দেশে যা ঘটছে তা বলতে এসেছি মাত্র । ধর্মের নামে মানুষের মানুষে ভেদাভেদ তৈরি করা হচ্ছে । দেশপ্রেম এটা হতে পারে না । দেশপ্রেম সেটাই যেটা দেশের মানুষের কথা ভাবাবে ।

এদিনের প্রিয়াঙ্কার আমেঠি সফরকে ঘিরে জনমানসে ব্যাপক সাড়া মিলেছে । বিজেপি প্রার্থী  স্মৃতি ইরানি যে এবারও আমেঠিতে হারবে তা নিয়ে এলাকাবাসীর মনে কোনো সন্দেহ নেই ।

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 5 =