দেশ 

ফণীর দাপট দেখানোর আগেই জগন্নাথ দেবের মন্দিরের ছোটো ধ্বজা উড়ে গেল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ধেয়ে আসছে ভয়াল ঘূর্ণিঝড় ‘ফণী’। তার আগেই হাওয়ার দাপটে উড়ে গেল পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ছোটো ধ্বজা। ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় পুরীর জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় ১৫ ফুট লম্বা ধ্বজা সরানো হয়। পরিবর্তে রাখা হয় ৪ ফুট লম্বার ধ্বজা। সেই ছোটো ধ্বজাই এদিন উড়ে যায়। মন্দির সূত্রে জানা গেছে ,ওই ধ্বজা ফের লাগানো হবে। কারণ ধ্বজা না থাকলে মন্দিরে ভোগ হবে না।

এদিকে, শুক্রবার দুপুরের পরই ঘণ্টায় ১৭৫-১৮৫ কিমি বেগে আছড়ে পড়বে ফণী। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছুঁতে পারে ঘণ্টায় ২০০ কিমি। ইতিমধ্যেই ঝড়-ঝাপটা সামলাতে উঠেপড়ে লেগেছে ওড়িশা প্রশাসন। পুরী থেকে সরানো হচ্ছে পর্যটকদের।

Advertisement

এ প্রসঙ্গে শ্রী জগন্নাথ মন্দিরের সেবায়েত সোমনাথ খুন্টিয়া জানালেন, ‘‘রাজ্য সরকারের মন্দির কর্তৃপক্ষের নির্দেশে লম্বা ধ্বজা সরানো হয়েছে। যাতে এটা উড়ে না যায়।’’ তিনি এও বললেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস, মন্দিরের কিছু হবে না।’’

ফনী আসার আগেই যেভাবে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা উড়ে গেল তাতে হিন্দু ধর্মে বিশ্বাসীরা বিপদের গন্ধ পাচ্ছে । তারা মনে করছে , বড় ধরনের কোনো বিপর্যয় আসছে মানুষের উপর।

 

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + 1 =