দেশ 

সুপার সাইক্লোনের কারণে ওড়িশায় নির্বাচন আচরণ বিধি শিথিল করল কমিশন ; বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভয়াল ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা মোকাবিলা করতে সবরকম বন্দোবস্ত করতে মরিয়া প্রশাসন। ফণীর জেরে ওড়িশার ১১টি উপকূলীয় জেলায় লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি তুলে নিয়েছে নির্বাচন কমিশন। ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিক সুরেন্দ্র কুমার জানিয়েছেন, স্ট্রং রুমে ইভিএম সুরক্ষিত রাখার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৮টি দল মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি ওড়িশা বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২২টি টিমও থাকছে। একইসঙ্গে ৩৩৫টি দমকলের ইউনিট রাখা হচ্ছে।

এদিকে, রেলের তরফেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইস্টকোস্ট রেলের তরফে ৭৪টি ট্রেন বাতিল করা হয়েছে। আজ থেকেই বাতিল করা হয়েছে ইস্টকোস্ট করমণ্ডল এক্সপ্রেস। একথা জানিয়েছেন ইস্টকোস্ট রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জে পি মিশ্র। দক্ষিণপূর্ব শাখাতেও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 4 =