জেলা 

হাওড়ার বাগনানে কেন্দ্রীয় বাহিনীর অস্থায়ী ক্যাম্পের মধ্যে বচসার জেরে চলল গুলি ; মৃত এক জওয়ান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনের কাজে আসো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিজেদের মধ্যে বচসার কারণে গুলি চালাল আর এক সহকর্মী আধা সেনা ।ভোটযুদ্ধে সাধারণ মানুষদের নিরাপত্তা দিতে এসে নিজেদের মধ্যে বচসায় প্রাণ খোয়ালেন এক জওয়ান। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের জ্যোতির্ময় গার্লস স্কুলে। ওই স্কুলেই ভোটের জন্যে অস্থায়ী ক্যাম্প রয়েছে কেন্দ্রীয় বাহিনীর।

ঘটনায় দায় স্বীকার করেনি কোনও পক্ষ। তবে রাজ্য পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা  জানিয়েছেন , “এই ঘটনায় একজন মারা গেছেন, দু’জন গুরুতর আহত হয়েছেন, এবং অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।”

Advertisement

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অসম রাইফেলসের জওয়ান লক্ষ্মীকান্ত বর্মণ এই গোটা ঘটনার জন্য দায়ী। তাঁর বন্দুক থেকে ছোড়া ১৩ রাউন্ড গুলিতে প্রাণ যায় আরেক জওয়ানের, গুরুতর আহত হন দু’জন। নিহত সৈনিকের নাম ভোলানাথ দাস, যিনি আসাম রাইফেলসের সেভেন্থ ব্যাটালিয়নে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। আহত দুই সৈনিক হলেন অনিল রাজবংশী এবং রন্তু মনি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

 

 

 

 

 

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine − five =