জেলা 

নওদা ও কান্দি বিধানসভার উপনির্বাচনে অধীরের চালেই কুপোকাৎ তৃণমূল ; তৃণমূলের প্রার্থীর তুলনায় কংগ্রেস প্রার্থীরা ধারে-ভারেই অনেক এগিয়ে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের দুটি বিধানসভার উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস । এদিন জেলা কার্যালয়ে বসে নওদা ও কান্দি বিধানসভা কেন্দ্রের  দুই প্রার্থীর নাম ঘোষণা করলেন অধীর রঞ্জন চৌধুরী। কান্দি বিধানসভায় এবার কংগ্রেসের প্রার্থী করা হয়েছে বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক চর্চার যুক্ত সফিউল আলম খানকে৷ আর নওদায় প্রার্থী করা হয়েছে সুনীল মণ্ডলকে।

নওদার কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল সম্প্রতি শিক্ষকতার চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি নওদা ব্লক কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করছেন। কয়েক দশক থেকে সক্রিয় কংগ্রেস কর্মী হিসাবেই পরিচিত তিনি। অপরদিকে কান্দি বিধানসভার প্রার্থী সফিউল আলম খান কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতির পদে রয়েছেন। এলাকায় সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত তিনি। পাশাপাশি ভালো ফুটবলার হিসাবেও এলাকায় তাঁর পরিচয় আছে৷

Advertisement

উল্লেখ্য, নওদার বিধায়ক আবু তাহের খান কংগ্রেস ত্যাগ করে রাজ্যের শাসক দলে যোগ দেন৷ পুরস্কার হিসাবে তৃণমূল কংগ্রেস তাঁকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী করে। তবে প্রার্থী হওয়ার আগে আবু তাহের খান বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। বিধায়ক ইস্তফা দেওয়ায় আসনটি ফাঁকা হয়৷

একই ঘটনা ঘটে কান্দিকেও৷ এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার কংগ্রেস ত্যাগ করেন৷ পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তিনি বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হন। লড়াই করেছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে৷ লোকসভা ভোটের প্রার্থী হওয়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন অপূর্ব সরকার। আগামী ২০ মে কান্দি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে।

মনে করা হচ্ছে কান্দি এবং নওদা দুই বিধানসভা কেন্দ্রেই কংগ্রেস প্রার্থীরাই জয়ী হবেন । কারণ মুর্শিদাবাদের মানুষ মীরজাফরকে নয় সিরাজকেই বেশি পচ্ছন্দ করেন । আর অধীর চৌধুরির চ্যালেঞ্জ করে অতীশ সিনহা থেকে শুরু করে হুমায়ুন কবীর কেউ পারেননি । অতএব ডেভিড কিংবা আবু তাহেরও যে পারবেন না সে বিষয়ে কোনো সন্দেহ নেই । উল্লেখ্যযোগ্য বিষয় হল , এবার অধীর চৌধুরি এমন এক কায়দায় প্রার্থী মনোনয়ন করেছেন তার ধারেভারে শাসক তৃণমূল প্রার্থীরা পৌছেতে পারবেন না । এবার কোনো ঠিকাদার বা মাসলম্যান এবার অধীর প্রার্থী করেছেন শিক্ষক ও সাংস্কৃতিক জগতের যুক্ত ব্যক্তিদের । অধীরের প্রার্থী নির্বাচনের কৌশলেই এগিয়ে থাকল কংগ্রেস ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × 2 =