দেশ 

প্রজ্ঞার পর বিদায়ী স্পিকার সুমিত্রা মহাজনও শহীদ হেমন্ত কারকারে সম্পর্কে কেন বিরূপ মন্তব্য করলেন জানতে চান ? ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ২৬/১১ মুম্বই হামলায় শহিদ হেমন্ত কারকারে সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন ভুপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর । তা নিয়ে বির্তকের রেশ কাটতে না কাটতেই  লোকসভা বিদায়ী স্পিকার সুমিত্রা মহাজনও এবার হেমন্ত কারকারে সম্পর্কে বিরুপ মন্তব্য করলেন । তাঁর মতে , জঙ্গিদের সঙ্গে যুদ্ধে এটিএস প্রধানের মৃত্যু হলেও একজন পুলিশ অফিসার হিসেবে তাঁর ভূমিকা প্রশ্নের উর্ধ্বে নয়৷

সুমিত্রা মহাজনের কথায়, ‘‘কারকারের বিষয়ে দুটি দিক রয়েছে , এক তাঁর মৃত্যু হয়েছিল জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে কিন্তু তাঁর সম্পর্কে অন্য দিকটাও সমান গুরুত্বপূর্ণ৷ তিনি যখন এটিএস-এর প্রধান তখনই বলেছিলাম, তিনি ও কংগ্রেস নেতা দিগবিজয় সিং বন্ধু এবং তিনি ওই কংগ্রেস নেতা নির্দেশেই কাজ করতেন ৷ যখন আমি ইন্দোরের সাংসদ তখন মালেগাঁও মামলার অভিযুক্ত করে আমার কেন্দ্রের চার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল৷ সেই সময় আমাদের এক কর্মীর ছেলে দিলীপ পতিদারকে গ্রেফতার করে এটিএস-এর হেফাজতে রাখা হয়৷ তারপর সে আর বাড়ি ফেরেনি৷ এটিএস দাবি করে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছিল৷’’

Advertisement

এতদিন পর্যন্ত বাড়ি না ফেরায় সুমিত্রা মহাজন প্রশ্ন তুলেছেন , ‘‘ তাহলে সে গেল কোথায়? তাঁকে কোথায় ছাড়া হয়েছিল? আজ পর্যন্ত দিলীপ পতিদারের কোথাও কোনও চিহ্ন মেলেনি তারমানে কি হচ্ছে না এটিএস তাঁকে খুন করেছে? একজন মা কি তাঁর ছেলের কথা জানতে চাইতে পারে না?’’

এদিকে দিগ্বিজয় সিং টুইট করে জানিয়েছেন, সুমিত্রা মহাজন অশোকচক্র জেতা শহিদ হেমন্তর কারকারের সহযোগী বলায় আমি গর্বিত৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে গর্বিত কারণ তিনি সাহস দেখাতে পেরেছিলেন বজরং দল এবং সিমিকে নিষিদ্ধ করার৷

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen + nineteen =