পঞ্চায়েত সংবাদ 

ভোটের মুখে উত্তপ্ত ভাঙড়ে গুলিতে মৃত্যু নির্দল সমর্থকের, আরাবুলকে রাতের মধ্যেই গ্রেফতারের নির্দেশ

শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত ভোটের  ৭২ ঘন্টা আগে ফের উত্তপ্ত ভাঙড়। নির্দল প্রার্থীর সমর্থনে মিছিলের উপর আরাবুল ঘনিষ্ঠরা গুলি ও বোমা ছোড়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় হাফিজুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির মাথায় গুলি লেগে মৃত্যু হয়েছে। নির্বাচনের দিন তিনেক আগে এধরণের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের মধ্যেই তৃম দিয়েছেন তিনি। ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ জেলা পুলিস সুপারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।

স্থানীয় ও পুলিস সূত্রের খবর, আজ ভাঙড়ে  জমি, জীবীকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রার্থীর সমর্থনে মিছিল করছিল জমি জীবিকা রক্ষা কমিটি।মিছিলে পা মেলান কয়েক হাজার গ্রামবাসী।

Advertisement

অভিযোগ সেই সময়েই তৃণমূল নেতা আরাবুলের উপস্থিতিতে মিছিলের উপর বোমা গুলি নিয়ে হামলা করে শাসকদলের দুষ্কৃতীরা। ঘটনায় জমি জীবিকা রক্ষা কমিটির সমর্থক হাফিজুল মোল্লা গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় হাফিজুলকে রাজারহাটের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে এস পির নির্দেশে ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী মোতায়েন । অন্যদিকে ভাঙড় কান্ডে এস পির কাছে রাজ্য নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছেন। ঘটনায় আরাবুলকে রাতের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ নবান্নের।

এদিকে এই ঘটনায় ভাঙড়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে ভাঙড়ে। আরাবুল ঘনিষ্ঠ এক তৃনমূল কংগ্রেস নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। খামারআইটের রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়ে শুরু হয় পথ অবরোধ। পাওয়ারগ্রিড নিয়ে যেভাবে দফায় দফায় সংঘর্ষ হত, সেভাবেই আজকেও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশবাহিনী। পুলিসের হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

 


শেয়ার করুন
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × two =