দেশ 

মোদী সরকার কী আর ক্ষমতায় ফিরছে না ! শিল্পপতিদের সমর্থন বিজেপি ছেড়ে কংগ্রেসের দিকে ; দেশ কী মোদী মুক্ত হতে চলেছে কী বলছেন শিল্পপতি থেকে রাজনৈতিক মহল জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মোদী সরকার কী আর ফিরছে না ? শিল্পপতিদের  সমর্থন দেখে তাই মনে হচ্ছে । দেশের বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পপতি এখন কংগ্রেস লবির সঙ্গে যোগাযোগ রাখছেন । শুধু তাই নয় মোদীর ঘনিষ্ট শিল্পপতি বলে পরিচিত মুকেশ আম্বানী এবার সরাসরি কংগ্রেস প্রার্থীর পক্ষে প্রচার করেছেন । এটা থেকে সংকেত পাওয়া যাচ্ছে তাহলে কী বিজেপ আর ক্ষমতায় আসছে না ?

বাজপেয়ী সরকার যখন ক্ষমতায় ছিলেন । সেই সময় ২০০৪ সালে বিজেপি সরকার লোকসভা ভোটেরমুখে দাবি করেছিল তারাই ক্ষমতায় ফিরছে । কিন্ত ভোটের ফল বের হওয়ার একদিন আগেই মুকেশ আম্বানীকে দেখা গিয়েছিল কংগ্রেসের সদর দপ্তরে । সারা দেশ জুড়ে মিডিয়ার প্রচারে যখন অটলবিহারী বাজপেয়ীর ক্ষমতায় ফেরা সময়ের অপেক্ষা বলে দাবি করা হচ্ছিল ঠিক সেইসময় মুকেশ আম্বানী সঙ্গে সোনিয়া গান্ধী বৈঠক ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছিল ।

Advertisement

কিন্ত পরের দিন ভোটের ফল প্রকাশ হওয়ার পর দেখা গেল ‘ ভারত উদয় ‘ শ্লোগানকে দেশের মানুষ গুরুত্ব না দিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ -১ সরকার গঠিত হয় । তারপর থেকে দশ বছর ধরে মুকেশ আম্বানীরা মনমোহন সিংহের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছিলেন । ২০১৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায় ; আম্বানীরা মোদীর পাশে দাঁড়ান ।

তাই বলা হয়ে থাকে বড় শিল্পপতিরা কি আগেভাগেই হাওয়া বুঝতে পারেন? ২০০৪-এ বিজেপির ‘ভারত উদয়’ যখন প্রচারে ঢেকে দিয়েছিল সব কিছু, তখন কি মুকেশ অম্বানীর মতো শিল্পপতিরা বুঝে গিয়েছিলেন যে, সরকারে আসছে কংগ্রেস? সে কারণেই কি ফল প্রকাশের এক দিন আগে দশ জনপথে গিয়ে সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করেছিলেন তিনি?

এ বারে চার দফার ভোট শেষ। দিল্লির অলিন্দে দেড় দশক আগের সেই আলোচনা ফিরে এসেছে।  ক’দিন আগেই মুকেশ অম্বানী খোলাখুলি সমর্থন করছেন মুম্বই দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরাকে। গতবারও মিলিন্দ প্রার্থী হয়েছিলেন, কিন্তু এ বারের মতো মুকেশ তাঁকে সমর্থন করেননি। দিল্লি থেকে মুম্বই, রাজনৈতিক মহলে জোর আলোচনা— এ বারেও কি হাওয়া বুঝে কংগ্রেসকে সমর্থন করছেন এই শিল্পপতি?

সাধারন মানুষ থেকে সাংবাদিকদের চলা এই জল্পনাকে খোলাখুলি স্বীকার করে নিলেন শিবসেনা নেতা রাজ ঠাকরে। তিনি বলেন, ‘‘মুকেশ অম্বানীর মতো বড় শিল্পপতি স্পষ্ট বোঝেন, হাওয়া কোন দিকে। তিনি যখন কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করছেন, তার অর্থ, বিজেপি আর সরকারে আসছে না।’’ শুধু রাজ ঠাকরেই নন , এই একই কথা একটু ঘুরিয়ে বলেছেন , শিল্পপতি সজ্জন জিন্দল ‘‘এর আগেও কেন্দ্রে জোট সরকার এসেছে এবং ভাল প্রশাসন চালিয়েছে। ফলে আমি চিন্তিত নই।’’ মহীন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মহীন্দ্রা, গোদরেজ গোষ্ঠীর কর্ণধার আদি গোদরেজের মতো শিল্পপতিরও দাবি, ক্ষমতায় যারাই আসুক না কেন, সরকার যেন স্থায়ী ও মজবুত হয়। জোট সরকার হলেও সমস্যা নেই।

চতুর্থ নির্বাচন শেষ হওয়ার পরেও মোদীর পক্ষে ২০১৪-এর মত হাওয়া নেই এটা বিজেপি দলের নেতারা একান্তে স্বীকার করছেন । এদিকে দেশের প্রথম সারির শিল্পপতিরা যেভাবে জোট সরকার এবং কংগ্রেসকে সমর্থন দিচ্ছেন তাতে এটা স্পষ্ট মোদী সরকার আর ক্ষমতায় আসবে না ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 + eleven =