দেশ 

‘‘সাত পর্বের ভোটের অর্ধেক শেষ। মোদীর দিকে তাকাবেন। দেখবেন, মুখ চুপসে গিয়েছে। ভয় আর দ্বিধার মধ্যে কথা বলছেন উনি। হারের ছাপ চোখেমুখে। ’’ : রাহুল গান্ধী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  সুপ্রিম কোর্টে গিয়ে ‘চৌকিদার চোর’ প্রসঙ্গে ক্ষমা চেয়েছেন রাহুল গান্ধী । আর সেই প্রসঙ্গে টেনে মধ্যপ্রদেশের নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী গতকাল বলেন , ‘‘আমি আর কি বলব? যখনই চৌকিদারের কথা তুলি, জনতা বলতে থাকে, চোর হ্যায়।’’  পাথারিয়ার সভায় রাহুল বলেন, ‘‘দিল্লির রেস কোর্স রোডে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকে সিআরপি, বিএসএফের জওয়ান‌রা। গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা, তাঁদের সামনে গিয়ে চৌকিদার শব্দটা বলেন, তাঁরাও বলবেন, চোর হ্যায়।’’

কংগ্রেস সভাপতির অভিযোগ, দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন এক চৌকিদার, আর নিজেদের খেত রক্ষা করতে বুন্দেলখণ্ডের চাষিদের রাত জাগতে হচ্ছে। জনতার উদ্দেশে রাহুল বলেন, ‘‘কোনও কৃষক কিংবা বেকার যুবকের বাড়ির বাইরে চৌকিদারকে কখনও দেখেছেন? শুধু অনিল অম্বানী, গৌতম আদানিদের বাড়ির বাইরে দেখতে পাবেন।’’

Advertisement

রাহুলের মন্তব্য, ‘‘আমি চৌকিদার হতে চাই না। জনতার আদেশ মেনে চলতে চাই।’’ মোদীর চোখেমুখে হারের ছাপ ফুটে উঠেছে বলে দাবি করে কংগ্রেস সভাপতি বলেন, ‘‘সাত পর্বের ভোটের অর্ধেক শেষ। মোদীর দিকে তাকাবেন। দেখবেন, মুখ চুপসে গিয়েছে। ভয় আর দ্বিধার মধ্যে কথা বলছেন উনি। হারের ছাপ চোখেমুখে। ’’

রাফাল নিয়েও আক্রমণাত্মক ছিলেন রাহুল। তিনি বলেন ,‘‘রাফাল কেলেঙ্কারিতে বায়ুসেনার টাকা চুরি করে ৩০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে অম্বানীকে। এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। দেখবেন, দুটো নাম বেরিয়ে এসেছে— অনিল অম্বানী, নরেন্দ্র মোদী।’’

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

6 + 4 =