জেলা 

‘‘উনি (মোদী) বলেছেন ৪০ জন বিধায়ককে ভাঙাবেন। লজ্জা করে না!তোমার দলের মতো আমার দল চোর নয়। তোমার দল টাকার বিনিময়ে চলে, আমার দল রক্তের বিনিময়ে চলে। আমরা একটা গেলে ১ লক্ষ তৈরি করি : মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ”আগে দিল্লি সামলান। বাংলার মানুষ বিজেপির মতো শক্তিকে আসতে দেবে না” মঙ্গলবার হুগলির ভদ্রেশ্বরে এক নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন । প্রসঙ্গত গতকালই শ্রীরামপুরে বিজেপির নির্বাচনী জনসভা থেকে মোদী তৃণমূল ভাঙানোর হুঁসিয়ারি দিয়েছিলেন । তিনি বলেছেন তৃণমূলের ৪০ জন বিধায়ক সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করছেন । ২৩ মে ভোটের ফল বের হওয়ার পরেই তৃণমূল ভেঙে যাবে বলে আশংকা প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী । মঙ্গলবার মোদীর সেই হুঁসিয়ারির পাল্টা জবাব দিলেন মমতা ।
এদিন ভদ্রেশ্বরের সভায় তৃণমূল নেত্রী বলেন,”মোদীবাবু এখানে সব আছে। এখানে হিন্দু-মুসলিম-শিখ-খৃষ্ট্রান সবাই মিলেমিশে রয়েছেন। এখানে সবাই আছে। আপনার মতো একটা দুষ্টুবাবু নেই। বাচ্চাদের আদর করে বলি দুষ্টুমিষ্টি। আপনার নেতারা দাঙ্গা করে। আগে দিল্লি সামলান। পরে বাংলায় এমএলএ পরে কিনতে আসবেন”।

এদিন মমতা  আরও বলেন, ‘‘আপনাদের জেলায় কাল এসে উনি (মোদী) বলেছিলেন ৪০ জন বিধায়ককে ভাঙাবেন। লজ্জা করে না! নির্লজ্জ প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী হয়ে বেচা-কেনা করছ! যাকে নিয়ে নেওয়ার নিয়ে যাও। কিচ্ছু যায় আসে না। একটা পেলে জোগাড় করো। তোমার দলের মতো আমার দল চোর নয়। তোমার দল টাকার বিনিময়ে চলে, আমার দল রক্তের বিনিময়ে চলে। আমরা একটা গেলে ১ লক্ষ তৈরি করি, তৈরি করার মানসিকতা রয়েছে’’। উল্লেখ্য, মোদীর এই মন্তব্যের বিরোধিতা করে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছে তৃণমূল।

Advertisement

তৃণমূল নেত্রী পাল্টা কটাক্ষ করে বলেন ,”সবটা কিনে নিলেও বাংলার সরকার ভাঙছে না। বাংলায় বিজেপির মতো শক্তিকে মানুষ আসতে দেবে না। এরা দাঙ্গাকারী, সন্ত্রাসী শক্তি। এরা মানুষকে এক রাখতে পারে না। এরা মানুষকে ভালবাসতে পারে না”।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − two =