জেলা 

ভোটের দিন সকাল থেকেই অধীর প্রমাণ করলেন তিনি এখনও বহরমপুরের ‘ রবীন হুড ‘ দিনের শেষে অনুগামীদের দাবি রের্কড ভোটে জয়ী হবেন দাদা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : অধীর রঞ্জন চৌধুরি । বহরমপুরের চারবারের সাংসদ । তিনি এখনও বহরমপুরে জনপ্রিয় সাংমদ শুধু নন , এক সঙ্গে  মুর্শিদাবাদের অবিসংবাদি নেতা । সমগ্র মুর্শিদাবাদকে তিনি হাতের তালুর মত চেনেন । তবু যেন এবারের নির্বাচনে মনে হয়েছিল কঠিন লড়াই মুখে পড়তে হতে পারে বহরমপুরের রবীন হুডকে । কিন্ত সোমবার ভোটের দিনটি যেন ছিল শুধুই অধীরের । তাঁর একদা ঘনিষ্ঠ শিষ্য অপূর্ব সরকার তারই প্রতিদ্বন্দ্বি । কিন্ত কোথায় তাঁরা ? সারা দিন ধরে বহরমপুরে চরকির মতো ঘুরেছেন অধীর ।

যেখানে মনে হয়েছে ভোটে সন্ত্রাস হতে পারে সেখানেই অধীরে উজ্জ্বল উপস্থিতি । বহরমপুরের একটি ভোট কেন্দ্রের ভোটারদের দাবি ছিল কেন্দ্রীয় বাহিনী ছাড়া তারা ভোট দিতে যাবে না । আর এই দাবিতে অবরোধও শুরু করে দেয় । খবর পেয়ে ছুটে যান অধীর । সেখানে তিনি কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করে ভোটদান শুরু করে দেয় । আবার কোথাও তৃণমূল কর্মীরা বুথ দখল করছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অধীর ছুটে যান সেখানে । কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে প্রশাসনের সবস্তরে যোগাযোগ রক্ষা করে ভোট পরিচালনা করে গেলেন অধীর ।

Advertisement

দিনের শেষে অধীর ঘনিষ্টরা হিসাবে মেলাতে ব্যস্ত গতবারের চেয়ে কী মার্জিন বেশি হবে । কেউ কেউ বলছেন রের্কড ভোটে জিতবেন , আবার কেউ বলছেন তিন –চার লাখ ভোটে জিতবেন । অধীর জিতবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই বহরমপুরের মানুষের মনে । প্রশ্ন উঠছে কত ভোটের ব্যবধানে জয়ী হবেন বহরমপুরের রবীন হুড তা জানতে আমাদেরকে ২৩ মে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

One Thought to “ভোটের দিন সকাল থেকেই অধীর প্রমাণ করলেন তিনি এখনও বহরমপুরের ‘ রবীন হুড ‘ দিনের শেষে অনুগামীদের দাবি রের্কড ভোটে জয়ী হবেন দাদা”

  1. Md yasin

    এক জন খাটি মানুষ অধীর বাবু আমি ওনা কে ভীষন শরধা করি এই মুরশিদাবাদের যে টু কু উননতি তা এই মানুষের জন্য

Leave a Comment

eighteen − thirteen =