দেশ 

উন্নাও ধর্ষণ কান্ডে জড়িত বিজেপি বিধায়ক, স্পষ্ট করল সিবিআই

শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব নিউজডেস্কঃ উন্নাওয়ে কিশোরীর অভিযোগকেই মান্যতা দিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন  (সিবিঅাই)। বিজেপি শাসিত যোগি রাজ্যে বিজেপিরই বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ওই কিশোরীকে ধর্ষণ করেছে বলে জানিয়ে দিয়েছে সিবিআই।

তদন্তেরর পর সিবিআইয়ের দাবি, গত বছর ৪ জুন মাখি গ্রামে নিজের বাড়িতে তাকে ধর্ষণ করেছিল বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। সেই সঙ্গে তাঁর উপর নৃশংস অত্যাচারও চালিয়েছিল ওই বিধায়ক। ঘটনা চলাকালীন ওই এলাকায় পাহারাদার ছিলেন বিজেপির ওই বিধায়কের মহিলা সঙ্গী শশী সিং। এর পর ২০ জুন ওই তিনি স্থানীয় থানায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে পুলিস বিজেপি বিধায়ক সহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের নাম এফআরআইএ রাখেনি। সিবিআইয়ের এক তদন্তকারী আধিকারিকের দাবি, মূলত বিজেপি বিধায়ককে বাঁচানোর লক্ষ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ নেয়নি পুলিশ। শুধু তাই নয়, এই লক্ষ্যেই নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করতেও বিলম্ব করা হয়েছিল বলে দাবি ওই আধিকারিকের।

Advertisement

কিন্তু ওই নির্যাতিতা যখন বারবার ধর্ষণের ঘটনায় বিজেপি বিধায়কেরই নাম বলছেন, তখন দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠে গোটা দেশ। মামলার তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। এর পর সিবিআইয়ের আধিকারিকদের জিজ্ঞাসাবাদেও ওই কিশোরী ঘটনায় বিজেপি বিধায়কের নামই বলেছেন বলে দাবি সিবিআই আধিকারিকদের। এর পর গত ১৩ ও ১৪ এপ্রিল বিজেপির বিধায়ক, তার মহিলা সঙ্গী শশি সিং ও তার আর একজন ঘনিষ্ঠকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই এর মত, ৪ জুন ওই কিশোরীকে চাকরি দেওয়ার নাম করে বিজেপি বিধায়কের বাড়িতে নিয়ে গিয়েছিল শশী সিং। সেখানেই ওই কিশোরীকে ধর্ষন করা হয়।


শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

One Thought to “উন্নাও ধর্ষণ কান্ডে জড়িত বিজেপি বিধায়ক, স্পষ্ট করল সিবিআই”

  1. jiya

    After unnao incident jogi aditya nath jii has no right to stay for a moment. Is it democracy ? people has no peace, child has no right to live,there no value of “insan & insanyat ki” in your state.After al you r jogi ie sandu is it so? Judge yourself.

Leave a Reply to jiya Cancel reply

17 − fourteen =