কলকাতা 

কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে অভিযোগ করে কমিশনে তৃণমূল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলায় নির্বাচনের কাজে আসা কেন্দ্রীয় বাহিনী আদর্শ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করছে একই সঙ্গে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ তৃণমূলের । দলের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য সহ কমিশনের কাছে অভিযোগ করেছে তৃণমূল ।
চিঠি লিখে কমিশনকে তৃণমূল জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে অনৈতিক কাজ করছে। বিজেপির হয়ে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে বলেও তৃণমূল অভিযোগ করেছে। তৃণমূলের অভিযোগ, অনেক অভিযোগ রয়েছে যেখানে বিজেপি নেতাদের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে। যা রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করানোর ক্ষেত্রে আদর্শ নয়।

এই চিঠিতেই তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এমনকী ভোটারদেরও বিজেপিকে ভোট দিতে বলছে। প্রসঙ্গত, এদিন চতুর্থ দফার ভোটে বীরভূম, আসানসোল, বহরমপুর, বর্ধমানের নানা জায়গায় অশান্তির চিত্র সামনে এসেছে। বুথ দখল থেকে মারপিট, কিছুই বাদ যায়নি। ঝামেল থামাতে নিরাপত্তা বাহিনীকে শূন্য গুলিও ছুড়তে হয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen + 19 =