জেলা 

প্রিসাইডিং অফিসারকে হুমকির দেওয়ার অভিযোগে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভোট চলাকালীন সময়ে প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের কোপে পড়লেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমকানোর জন্য বাবুলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বারাবনিতে বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বাবুল। তারপরই প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

এদিন ভোটগ্রহণ শুরু হওয়ার পরে থেকে বারাবনির ১৯৯ নম্বর বুথ উত্তেজনা ছিল। বিজেপির নেতারা অভিযোগ করেন, তাদের এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়। সেই সুযোগে ছাপ্পা ভোট শুরু করে তৃণমূল কর্মীরা। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, সেই বুথে বিজেপির কোনও এজেন্টই ছিল না।এই খবর পাওয়া মাত্রই বুথে যান আসানসোলের বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ, বুথের ভিতরে ঢুকে তৃণমূলের এজেন্টকে ধমক দেওয়ার। প্রিসাইডিং অফিসারকেও ধমকানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বারাবনিতে। শুধু বারাবনি নয়,

Advertisement

বাবুল অভিযোগ করে, তাঁকে আটকে রাখার চেষ্টা করছে তৃণমূল। এই অভিযোগও খতিয়ে দেখা হয়। শেষপর্যন্ত তাঁর বিরুদ্ধে এফআইআর-এর সিদ্ধান্ত নেয় কমিশন। এর আগে জোড়া এফআইআর হয় বাবুলের বিরুদ্ধে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্যে এফআইআর হয়েছিল, এবার এফআইআর প্রিসাইডিং অফিসারকে ধমকের জন্য।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + nine =