কলকাতা 

কাল রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে ভোট ; অশান্তি ঠেকাতে সব বুথেই থাকবে আধা সেনা ; সাধারন মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান বিবেক দুবের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাত পেহালে সকাল থেকেই দেশের ৯ টি রাজ্যের ৭১টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহন শুরু হবে ; একই সঙ্গে ওড়িশায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচনও । আমাদের রাজ্যের বহরমপুর , আসানসোল , বর্ধমান দূর্গাপুর , বর্ধমান পূর্ব , রানাঘাট , কৃষ্ণনগর , বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে । প্রায় ১৫ হাজার বুথে এই ভোট নেওয়া হবে । প্রতিটি বুথেই থাকবে আধা সেনা ।

ভোট কর্মীদের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে  জানা গেছে । গরমের হাত থেকে বাঁচতে ভোট কর্মীদের আলাদা করে ফাষ্ট-এডের কিড দেওয়া হয়েছে । ভোটার কিংবা ভোটকর্মী অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসারও সুব্যবস্থা করা হয়েছে বলে কমিশন জানিয়েছে । এছাড়া শুধু বুথে নয় , বুথের বাইরের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নজরদারি চালাবে কমিশন । প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীও নামানো হবে ।

Advertisement

যাইহোকতৃতীয় দফার ভোটে অশান্তির পর আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন । চতুর্থ দফায় যাতে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে পারে তার জন্য সবরকম প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে । এমনকি অশান্তি এড়াতেই বিরোধীদের দাবি মেনে বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডলকে নজরবন্দীও করা হয়েছে । সব মিলিয়ে অভূতপূর্ব নিরাপত্তার মধ্য দিয়ে ভোট হতে যাচ্ছে রাজ্যে ।

এই নির্বাচনে সবচেয়ে বেশি নজর থাকবে ,বহরমপুর কেন্দ্রটির দিকে । কারণ এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরিকে হারাতে তৃণমূল কংগ্রেস সব রকম চেষ্টা করছে । এই পরিস্থিতিতে এই কেন্দ্রটির দিকে নজর থাকবে সমগ্র দেশের । বীরভূমের দুটি কেন্দ্রের দিকেই রাজনৈতিক মহলের নজর থাকবে । আসানসোল , রানাঘাট ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটির দিকে সকলের নজর থাকবে । সব মিলিয়ে আগামী কালের ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন কতটা সফল হয় সেদিকেও লক্ষ্য থাকবে রাজ্যের সচেতন নাগরিকদের ।

অন্যদিকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আজ রাজ্যের ভোটারদের কাছে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন ভোটকে শান্তি ও অবাধ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর । তাই মানুষ নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করুক এটা আমাদের আবেদন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 + 20 =