দেশ 

আইএনএস বিক্রমাদিত্যে আগুন লেগে মারা গেল নৌবাহিনীর অফিসার , অগ্নিদগ্ধ হয়ে নৌবাহিনীর হাসপাতালে ভর্তি দুই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার সকালে কর্ণাটকের কারওয়ারে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল আইএনএস বিক্রমাদিত্যে । এতে আগুন লেগে মৃত্যু হল এক নৌসেনা অফিসারের৷ লেফটেন্যান্ট কমাণ্ডার ডি এস চৌহান আইএনএস বিক্রমাদিত্যেই ছিলেন৷ তখনই আগুন আচমকা ছড়িয়ে পড়ে৷

নৌসেনা সূত্রে খবর, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও, ওই অফিসার নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিলেন৷ অতিরিক্ত ধোঁয়া ও তাপে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি৷ সঙ্গে সঙ্গে তাঁকে কারওয়ারের নৌসেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷ হাসপাতালেই মারা যান তিনি৷ কিন্তু কীভাবে আগুন লাগল? তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

Advertisement

ভারতীয় নৌসেনা সূত্রে জানানো হয় যে মৃত নাবিকের নাম রাকেশ কুমার এবং অপরজন মোহন দাস কোলাম্বকর। আহত দুই ব্যক্তির অবস্থা এখন অনেকটা স্থিতিশীল বলে জানা যায় সেনা সূত্রে। সমগ্র ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয় বলে নৌসেনার তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়৷

এর আগে, একগুচ্ছ এয়ারক্রাফট নিয়ে আরব সাগরের জলসীমানায় মোতায়েন করা হয়েছিল ভারতের এয়ারক্রাফট কেরিয়ার আইএনএস বিক্রমাদিত্য। কোস্ট গার্ডের ভেসেল সহ অন্তত ৬০টি যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারত। পাকিস্তান যাতে জলপথে এক পাও না এগোতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

7 − 6 =