জেলা 

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ইভিএমের মকপোলে বিজেপি-র প্রতীকের পাশে দলের নাম লেখা নিয়ে বির্তক , কমিশনে অভিযোগ তৃণমূলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  ইভিএম নিয়ে অভিযোগ উঠছে বারাবার  কয়েকটি ইভিএমে যোকেনো বেতাম টিপলেই নাকি বিজেপির প্রতীকে ভোট পড়ছে । এই অভিযোগে বেশ কয়েকটি বুথে ভোট বন্ধ করে দিতে হয়েছিল । এবার আর একটি আজব অভিযোগ উঠল । ইভিএমে বিজেপির প্রতীকের পাশ লেখা বিজেপি । এনিয়ে তুলকালাম রাজ্য রাজনীতি । অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনেরও । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরে মক পোলের সময় । নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় সে দিকে সবার নজর৷

সূত্রের খবর, লোকসভা ভোটের প্রস্তুতি জন্য ব্যারাকপুরে আয়োজন করা হয়েছিল মক পোলের৷ সেই সময় তৃণমূলের কর্মীরা দেখতে পান ইভিএমে বিজেপির প্রতীকের নিচে লেখা রয়েছে বিজেপি৷ এরপরই তারা প্রতিবাদ করেন৷ কী উদ্দেশ্য বিজেপি লেখা তা তারা জানতে চান৷ বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ করেন খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগণার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷ তার অভিযোগ, ইভিএমে বিজেপির প্রতীকের নিচে বিজেপি লেখা অর্থাৎ জেতার জন্য বিজেপির এইসব খেলা চলছে৷ পুরো বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে

Advertisement

লোকসভা ভোটের মুখে একাধিক বিষয়টি নিয়ে বিজেপি-কে বিঁধেছে বিরোধীরাও। এবার ব্যারাকপুরে ইভিএমে বিজেপির প্রতীকের নিচে বিজেপি লেখা নিয়ে সরব হয়েছে তৃণমূল৷ এখন দেখার এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কী ভূমিকা পালন করে৷


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 4 =