কলকাতা 

এক্সাইড মোড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক যানজট মধ্য কলকাতায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার সকালে আগুন লাগে এক্সাইড মোড়ের কাছে একটি বিল্ডিংয়ে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে বিপর্যস্ত কলকাতার যান চলাচল। শহরের অন্যতম অফিস পাড়ায় এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজট তৈরি হয় বিভিন্ন রাস্তায়।

অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ দমকলের কর্মীরা মাস্ক পরে বহুতলের ভিতরে প্রবেশের চেষ্টা করেন৷ আগুনের গ্রাসে দীর্ঘক্ষণ থাকার পরে ওই বহুতলের ছাদের কিছু অংশ ভেঙে পড়ে যায়৷ বড়সড় ফাটল দেখা দিয়েছে দেওয়ালে৷

Advertisement

একের পর এক দমকলের ইঞ্জিন পৌঁছে যায় সেখানে। ফলে আটকে যায় যান চলাচল।শুক্রবার কর্মব্যস্ত সকালে আগুন লাগে ওই বিল্ডিংয়ে। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কানেকটর এটি। কলকাতা থেকে হাওড়া যেতে গেলে এক্সাইডের উপর দিয়েই যেতে হয়। এখান থেকে সোজা গিয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরে হাওড়া যাওয়া যায়। এছাড়া উল্টোদিক থেকে এলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পৌঁছনো যায়। তাই, এই রাস্তা অবরুদ্ধ হয়ে গেলে অফিসযাত্রীদের সমস্যায় পড়তে হয়।

অন্যদিকে আবার বাইপাসের সঙ্গে যোগাযোগ রয়েছে এই অংশের। মা ফ্লাইওভার দিয়ে সোজা এজেসি বোস ফ্লাইওভারে ওঠা যায়। আর এই এজেসি বোস ফ্লাইওভার গিয়েছে এক্সাইডের উপর দিয়েই। তাই সকাল থেকে মা ফ্লাইওভারেও ছিল ব্যাপক যানজট। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর আস্তে আস্তে ট্রাফিকের অবস্থা নিয়ন্ত্রণে আসে।

প্রায় আড়াই ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে খবর।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × three =