কলকাতা 

হাওড়ায় আইনজীবী ও পুরকর্মীদের মধ্যে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে খন্ডযুদ্ধের রিপোর্ট তলব হাইকোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বুধবার হাওড়া আদালত চত্বরে পুরকর্মী, আইনজীবী ও পুলিশের মধ্যে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ বাধে । দুপক্ষের মধ্যে ইট বৃষ্টিও হয় । আর এই ঘটনায় হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন আইনজীবী । এর পরিপ্রেক্ষিতে বিচারবিভাগীয় ও প্রশাসনিক রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণাণের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। হাওড়ার জেলা জজ ও জেলা শাসককে আগামী সোমবারের মধ্যে এব্যাপারে জবাব দিতে বলেছে কলকাতা হাইকোর্ট

অন্যদিকে সংঘর্ষে আহত মহিলা সহ বেশ কয়েকজন আইনজীবী হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে রাজ্যের প্রায় সব আদালতে প্রতিবাদ কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন ‘বার এ্যাসোসিয়েশন, ‘বার লাইব্রেরী ও ইন কর্পোরেট ল সোসাইটির সঙ্গে যুক্ত আইনজীবীরা। অভিযুক্তদের গ্রেফতার করা না হলে, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষুব্ধ আইনজীবীরা।

Advertisement

অভিযোগ, পৌরনিগম চত্বরে রোজই নিজেদের গাড়ি পার্ক করেন আইনজীবীদের একাংশ। এর ফলে পুরকর্মীরা নিজেদের অফিস চত্বরেই তাঁদের গাড়ি রাখার সুযোগ পান না বলেও অভিযোগ। তা নিয়ে দু’পক্ষের মধ্যে রোজ ছোট-খাটো অশান্তি লেগেই থাকত। বুধবার তা চরম আকার নেয়। গাড়ি পার্ক করা নিয়ে পুরকর্মী-আইনজীবীদের বচসা প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষের আকার নিলে দু’পক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ গেলে তাঁদের সঙ্গেও আইনজীবীদের খণ্ডযুদ্ধ হয়।
ঘটনার প্রতিবাদে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণাণের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে স্বতঃপ্রনোদিত মামলা দায়ের করেন আইনজীবীরা। তার প্রেক্ষিতেই হাওড়ার জেলা জজ ও জেলা শাসকের কাছে ঘটনার রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − one =