জেলা 

আবদুল করিম চৌধুরিকে ইসলামপুরে তৃণমূল প্রার্থী করে রাজ্য-রাজনীতিতে চমক দিলেন মমতা ; উত্তরবঙ্গের মুসলিমদের মধ্যে তৃণমূলের প্রভাব বাড়তে চলেছে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেরিতে হলেও মমতা বন্দ্যোপাধ্যায় পুরানো কর্মীদেরকে সম্মান দিতে শুরু করেছেন । ভাটপাড়ায় মদন মিত্রকে প্রার্থী করার পর এবার উত্তরবঙ্গের বিশিষ্ট মুসলিম জনপ্রিয় জননেতা আবদুল করিম চৌধুরিকে প্রার্থী করে মোক্ষম চাল দিলেন বলে রাজনৈতিক মহল মনে করছেন । কংগ্রেস বিধায়ক কানাইলালকে তৃণমূলে নেওয়ার প্রতিবাদেই তিনি দল ছেড়ে কংগ্রেস বিকাশ পার্টি গঠন করেছিলেন । আর আবদুল করিম চৌধুরির দলত্যাগে উত্তরবঙ্গের মুসলিমদের মধ্যে ব্যাপক প্রভাব পড়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত ।

লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারবে না তৃণমূল । তার মূল কারণ এই নির্বাচনে করিম সাহেব প্রচারে ছিলেন না । তাই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত করিম সাহেবকে প্রার্থী করে উত্তরবঙ্গেরি মুসলিমদের মধ্যে তৃণমূলকে প্রাসঙ্গিক করে তুলেছেন ।

Advertisement

বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে চাঁদমারি মাঠে নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, মালদার হবিবপুর ও উত্তর দিনাজপুরের ইসলামপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবেন যথাক্রমে অমল কিস্কু ও আবদুল করিম চৌধুরী। একই সঙ্গে মদন মিত্রকে ফের রাজ্য রাজনীতিতে পুর্নবাসন দেওয়ার উদ্যোগ নিলেন তৃণমূল নেত্রী।

রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রীকে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। দার্জিলিং আসনটি গোর্খা জনমুক্তি মোর্চার জন্য ছেড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এই আসনে তৃণমূল, বিনয় তামাংকে সমর্থন করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুর্শিদাবাদের কান্দি এবং নওদা বিধানসভা আসনে উপ নির্বাচনের জন্য প্রার্থীর নাম, বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট হওয়ার পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তৃনমূল কংগ্রেস নেত্রী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − seven =