কলকাতা 

তপশিয়া মনু মেমোরিয়াল ইনস্টিটিউশনের নতুন ভবনের উদ্বোধন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ বহু প্রতিবন্ধকতা অতিক্রম করে ১৯৭০ সাল থেকে পথ চলা শুরু করেছিল তপশিয়া মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন। বর্তমানে এখানে চারটি বিভাগে পড়াশুনা হয়। এগুলি হল বাংলা ও উর্দু মাধ্যমের দুটি প্রাথমিক বিদ্যালয়,  বাংলা ও উর্দু মাধ্যমের  দুটি হাইমাদ্রাসা। চার বিভাগ মিলিয়ে ছাত্র সংখ্যা দুহাজারেরও বেশি। কিন্তু বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষের অভাবে পড়াশুনায় অনেকটাই সমস্যা হচ্ছিল। এ সমস্যার কথা মাথায় রেখেই বিদ্যালয়ের পাশে একটি ফাঁকা জমিতে বিদ্যালয়ের নতুন ভবন তৈরি করা হয়। মূলত বেসরকারি সংস্থা এক্সপ্লাস, ডিএমই’র বিধায়ক তহবিল, সর্বশিক্ষা মিশন ও স্থানীয় লোকেদের আর্থিক সাহায্যে বিদ্যালয়ের ৬ তলা এই নতুন ভবনটি তৈরি করা হয়েছে।

আজ, বৃহস্পতিবার ছয় তলা ওই ভবনটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান, কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফৈয়াজ আহমেদ খান, কার্তিকচন্দ্র মান্না, স্কুলের প্রশাসক অন্তরা ঘোষ, বেসরকারি সংস্থা এক্সপ্লাসের ডিরেক্টর ডোনা চৌধুরী বিশ্বাস, দীপিকা ব্যানার্জি, সৌরভ চ্যাটার্জি, মুুহাম্মদ মনিরুজ্জামান, মুহাম্মদ জুলফিকার হাসান প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টদের প্রায় সকলেই সংখ্যালঘু উন্নয়ন সম্পর্কে বলেন, সংখ্যালঘুদের উন্নয়ন করতে হলে অবশ্যই এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেকটাই বাড়াতে হবে। এদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহাব। এদিন বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ধোধনেরর পাশাপাশি বেশ কয়েকজন গুণীজনকে সংবর্ধনাও দেওয়া হয়।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 2 =