কলকাতা 

লাল জনস্রোতে ভেসে মনোনয়ন পেশ ৫ বাম প্রার্থীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশাল মিছিল । দেখার মত কল্লোল । অনেক দিন পর কলকাতায় বামেদের মিছিলে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল। এই জনজোয়ারে ভেসেই মনোনয়ন জমা দিলেন পাঁচ বাম প্রার্থী।

বৃহস্পতিবার আলিপুরে মনোনয়ন জমা দেন যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর এবং কলকাতা দক্ষিণের বাম প্রার্থীরা। তবে তার আগে হাজরা থেকে আলিপুর পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন প্রার্থীরা। মিছিলে লাল পতাকার ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলে প্রভাবে দিনের ব্যস্ত সময়ে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায় গোটা এলাকা।

Advertisement

এ দিন মনোনয়ন পেশ করেছেন যাদবপুরের বিকাশরঞ্জন ভট্টাচার্য, কলকাতা দক্ষিণের নন্দিনী মুখোপাধ্যায়, জয়নগরের সুভাষ নস্কর, ডায়মন্ড হারবারের ফুয়াদ হালিম এবং মথুরাপুরের শরৎ হালদার।

দক্ষিণ ২৪ পরগণায় এ বার সব থেকে হাইভোল্টেজ লড়াই যাদবপুরে। বামেদের ক্ষয়িষ্ণু অবস্থার মধ্যেও এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত যাদবপুর বিধানসভা কেন্দ্রে গত বিধানসভা আসনে জিতেছিলেন সিপিএমের সুজন চক্রবর্তী।

এ দিকে পাঁচ বছর আগে তৃণমূল প্রার্থী সব থেকে বেশি লিড পেয়েছিলেন এই লোকসভার অন্তর্গত ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে। সেই ভাঙড় এ বার অন্য পথে হাঁটতে পারে বলেও কানাঘুষো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে যাদবপুরের লড়াই ক্রমে জমে উঠছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine + fifteen =