দেশ 

৫ বছর পর অযোধ্যায় নির্বাচনী প্রচারে যাচ্ছেন মোদী ; রাম মন্দির নির্মাণ নিয়ে কী বলেন সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের মানুষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে রাম মন্দির তৈরি করে দেবেন । তাঁর এই কথায়  আস্থা রেখে মানুষ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয় নরেন্দ্র মোদীকে জয়ী করেছিলেন। পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবের মুখ দেখেনি। এখনও আদালতে বিচারাধীন অযোধ্যা মামলা।

এই পরিস্থিতিতে রাম জন্মভূমি অযোধ্যায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১ মে তিনি সেখানে নির্বাচনী প্রচারে যাবেন। ২০১৪ সালে নির্বাচনী প্রচারের সময় সেখানে গিয়েছিলেন। তার পর এই প্রথম অযোধ্যায় যাচ্ছেন তিনি। সময়ের বিচারে প্রায় ৫ বছর পর অযোধ্যা যাচ্ছেন মোদী ।

Advertisement

কয়েকমাস আগে রামমন্দির নির্মাণের দাবি ফের জোরদার হয়েছিল। আন্দোলনও শুরু হয়েছিল। গলা মিলিয়েছিল এনডিএ-তে বিজেপির শরিক শিবসেনাও। কিন্তু সুপ্রিম কোর্ট মধ্যস্থতাকারীদের হাতে অযোধ্যা মামলার ভবিষ্যতের রূপরেখা নির্ধারণের ভার তুলে দেওয়ার পর থেকে আবার সব শান্ত হয়ে গিয়েছে।

এই অবস্থায় নরেন্দ্র মোদী অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে ঠিক কী বলেন, সেই অপেক্ষায় রয়েছে গোটা দেশ।

প্রসঙ্গত, মে মাসের প্রথমদিন মোদী সভা করবেন অযোধ্যা জেলার মায়াবাজারে। ওই এলাকা থেকে রাম জন্মভূমির দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। অযোধ্যা ফৈজাবাদ লোকসভার মধ্যে পড়ে। পাশেই রয়েছে আম্বেদকরনগর লোকসভা কেন্দ্র। ওই দুটি আসনের প্রচারেই সেদিন মোদী যাচ্ছেন অযোধ্যায়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen + 13 =