কলকাতা 

রাজ্যে পরিবর্তনের সূচনা হয়ে গিয়েছে। এরাজ্যে বিজেপি ভালো ফল করবে এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হবে : দিলীপ ঘোষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে তিন দফায় যে দশটি লোকসভা আসনে ভোট হয়েছে তার মধ্যে একটি আসনও পাবে না তৃণমূল বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  তিনি বলেন রাজ্যে পরিবর্তনের সূচনা হয়ে গিয়েছে। এরাজ্যে বিজেপি ভালো ফল করবে এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হবে।

তাঁর কটাক্ষ, প্রথম কয়েক দফায় যে ১০টি আসনে রাজ্যে নির্বাচন হয়েছে তাতে স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূল ক্ষমতা থেকে সরতে চলেছে। দিলীপের কথায়, এই ১০টি আসনের মধ্যে তৃণমূল একটিও পাবে না। তৃণমূল এখনও খাতায় এন্ট্রি করতে পারেনি। আর বিজেপি দারুণ ভালো ফল করবে। উত্তরবঙ্গের আসনগুলিতে বিজেপির আশানুরূপ ফল হবে।

Advertisement

দিলীপ ঘোষের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচন ও তার পরবর্তী সময় থেকে রাজ্যে ভোট সন্ত্রাস চলছে। ভয়ের পরিবেশ তৈরি করে রাজ্যের সাধারণ ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে এবার সেই অবস্থার বদল হচ্ছে। বিজেপি সেই বদল আনতে বদ্ধপরিকর। সেজন্যই সাধারণ মানুষকে এগিয়ে এসে ভোট দিতে আহ্বান জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি দাবি করেন ,বারবার করে বিজেপি গিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে অবগত করেছে। যার ফলে ৪০ শতাংশে শুরু হয়ে এখন ১০০ শতাংশে পৌঁছেছে কেন্দ্র বাহিনী সংখ্যা। ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী দেওয়ার পথে রাজ্য নির্বাচন কমিশন। এই পরিস্থিতি তৈরি হওয়াতেও তিনি মনে করছেন মানুষ ভোট দিতে পারবেন এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পথ প্রশস্ত হবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − twelve =