জেলা 

বীরভূমের সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী ইঙ্গিত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : চতুর্থ দফায় আরও কড়া হচ্ছে কমিশন । এই বিষয় আজ ইঙ্গিত দেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ।  বুধবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের তিনি । বৈঠক সেরে বেরিয়ে আসার পর বীরভূমের ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ইঙ্গিত দেন।

এ দিন বৈঠকে প্রশাসনের নির্বাচনী কর্মকাণ্ডে তিনি খুশি বলেই জানান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলির কাছ থেকে প্রচুর পরিমাণে অভিযোগও পাওয়া গিয়েছে। সেই অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তিতে প্রশাসন অনেকাংশেই সফল। অথবা অভিযোগগুলি নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও প্রশাসনের সক্রিয়তাকে তিনি প্রশংসাই করেছেন। একই সঙ্গে আগামী ২৯ এপ্রিল বীরভূমের ভোটে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, কলকাতায় ফিরে নায়েক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও দিল্লিতে কমিশনের কাছে সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করবেন। কমিশন আগেই জানিয়েছে, চতুর্থ দফার ভোটগ্রহণে প্রায় ৯৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − five =