জেলা 

দলীয় প্রার্থীদের ওপর হামলা হলে চুপ করে থাকব না, উলুবেড়িয়ার নির্বাচনী সভা থেকে হুঁশিয়ারি অমিতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাংলা তৃণমূলের সন্ত্রাসের শিকার । সেই সন্ত্রাস থেকে বাংলাকে মুক্ত করার ডাক দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন অবাধ ভোটের জন্য ব্যবস্থা নিয়েছে কমিশন, তাই পরাজয় দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থীদের ওপর হামলা হলেও চুপ করে থাকব না, হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ।

এদিন উলুবেড়িয়ার সভা থেকে তৃণমূল সন্ত্রাস মুক্ত বাংলা গড়ার ডাক দেন অমিত শাহ। তিনি বলেন সিপিএম এবং কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে মোদীর হাতকে শক্ত করতে বিজেপিকে ভোট দিন। তাহলেই বাংলা তৃণমূলের সন্ত্রাস মুক্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন অমিত শাহ।

Advertisement

প্রথম দুদফার ভোটে রাজ্যের মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছেন। আর সামনের দফাগুলিতে অবাধ ভোটের জন্য ব্যবস্থা নিয়েছে কমিশন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আর বুথ দখল করতে পারবেন না। তাই তিনি পরাজয় দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন অমিত শাহ। তাঁর আহ্বান একসঙ্গে বেরিয়ে ভোট দিন, তৃণমূলের গুণ্ডারা ভয়ে পালিয়ে যাবে। গ্রামের মানুষের শক্তি কেন্দ্রীয় বাহিনীর থেকে বেশি বলেও মন্তব্য করেন অমিত শাহ।

রাজ্যের বিভিন্ন সভায় মোদী সরকার পশ্চিমবঙ্গকে বঞ্চনা করেছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উলুবেড়িয়া থেকে তারই জবাব দেন অমিত শাহ। তিনি বলেন, পশ্চিমবঙ্গের জন্য অনেক কাজ করেছেন মোদী। কলকাতা মেট্রোর জন্য ১২ হাজার কোটি টাকা আর সড়ক নির্মাণের দেওয়া হয়েছে ২২ হাজার কোটি টাকা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − six =