দেশ 

জিতে গেলেন রাহুল গান্ধী ; উল্লাস কংগ্রেস শিবিরে ; স্মৃতিকে কটাক্ষ প্রিয়াঙ্কার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের আগেই জিতে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । না কোনো ভোটে জিতেন নি তিনি । তিনি জিতেছেন আদালতে । আমেঠি লোকসভা কেন্দ্রে তাঁর মনোনয়ন পত্রের বৈধতা নিয়ে মামলা হয়েছিল  ; সেই মামলায় তিনি জিতে গেলেন । আদালতের রায় বের হওয়ার পরেই কংগ্রেসের সাধারন সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বিজেপি নেত্রী স্মৃতি ইরানির সমালোচনা করেন । তিনি বলেন , স্মৃতি ইরানির রাহুলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে সমগ্র আমেঠিবাসীকে অপমান করেছেন । আমেঠির মানুষ ভোটে এর বদলা দেবে ।

উল্লেখ্য, বিজেপি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মনোনয়ন বাতিলে দাবি করেছিল । তাদের অভিযোগ আমেঠিতে রাহুলের দায়ের করা নির্বাচনী হলফনামায় তাঁর পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা  নিয়ে তিনি মিথ্যে তথ্য দিয়েছেন । আর এ নিয়ে আদালতে মামলা হয়। আজ আদালত জানিয়েছে ,রাহুলের পরিচয়পত্রের বৈধতা রয়েছে।

Advertisement

এর আগে , রাহুলের পরিচিতি নিয়ে প্রশ্ন তুলে যোগী আদিত্যনাথ তাঁকে ‘ভিঞ্চি’ বলে মন্তব্য করেন। বিরোধীদের দাবি ছিল রাহুল গান্ধী দেশের নাগরিক নন। এদিন রাহুলের আইনজীবী কেসি কৌশিক দাবি করেন রাহুল দেশের নাগরিক। তাঁর কাছে ভারতের বৈধ পাসপোর্ট ও ভিসা রয়েছে। রয়েছে আয়কর সংক্রান্ত নথিও। প্রসঙ্গত, রাহুলের পরিচয় পত্র ঘিরে প্রশ্ন তুলে আমেঠিতে তাঁর প্রার্থীপদকে বিপাকে ফেলার কৌশল নিয়েছিল বিরোধীরা।

২০ এপ্রিল, রাহুল গান্ধীর বিরুদ্ধে আমেঠির নির্দল প্রার্থী তাঁর পরিচয়পত্র নিয়ে প্রশ্ন তোলেন। শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়। দাবি করা হয় কংগ্রেস সভপতি একজন ব্রিটিশ নাগরিক। তবে এদিন জেলা দায়েরা আদালত যাবতীয় অভিযোগের ওপর জল ঢেলে দেয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + 13 =