দেশ 

বারানসীতে মোদীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা ! চাপে বিজেপি ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস সাধারন সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বারানসীতে মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত ঘোষণা করেনি কংগ্রেস । তবে আকার ইঙ্গিতে রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা জানিয়েছেন তিনি দাঁড়াতে পারেন । তিনি এও বলেছেন কংগ্রেস সভাপতি যদি তাঁকে প্রার্থী করতে চান তাহলে তাঁর কোনো আপত্তি নেই ।

প্রিয়াঙ্কা গান্ধী মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন এই খবরে চাপে পড়েছে বিজেপি । ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে খোঁজ-খবর নেওয়া শুরু হয়েছে । সত্যিই প্রিয়াঙ্কা কী মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন ? এখন এটাই  বিজেপির মুল মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে । এমনিতেই প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের দায়িত্ব নেওয়ার পর অভূতপূর্ব সাড়া পেয়েছে কংগ্রেস । উত্তরপ্রদেশের মাটিতে কংগ্রেসের সেই অর্থে কোনো সংগঠন ছিল না । এবার প্রিয়াঙ্কার হাত ধরে জমি উদ্ধারে অনেকটাই সফল হয়েছে কংগ্রেস ।

Advertisement

এই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কা যদি মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়ান তাহলে মোদীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতেন পারেন । কারণ উত্তরপ্রদেশের মানুষ প্রিয়াঙ্কার মধ্যে ইন্দিরা গান্ধীর ছায়া দেখছে । উত্তরপ্রদেশের মাটিতে এখনও মোদীর চেয়ে ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা বেশি । এ কথা বিজেপির নেতারাও  অস্বীকার করতে পারবেন না। তাই মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা প্রার্থী হলে বিজেপি তো বটেই ৫৬ ইঞ্চির ছাতিকে ভয় পাইয়ে দিতে পারে । কারণ বারানসীর ভোট-ব্যাঙ্কে মুসলিম-দলিত-এবং উচ্চবর্নের ভোটের কিছু অংশ প্রিয়াঙ্কা টেনে আনতে পারলে মোদীর পক্ষে জয় সহজ হবে না।

আর এই অঙ্ক থেকে কংগ্রেস প্রিয়াঙ্কাকে বারানসীতে দাঁড় করাতে পারেন বলে শোনা যাচ্ছে । প্রিয়াঙ্কা বারানসীতে দাঁড়ালে তার প্রভাব কমপক্ষে বিশটি লোকসভা কেন্দ্রে পড়ার সম্ভাবনা রয়েছে । মুসলিম-এবং উচ্চবর্নের কিছু ভোট কংগ্রেসের ঝুলিতে আনতে পারলেই উত্তরপ্রদেশে ১০-১৫টি আসন কংগ্রেসের দখলে চলে যেতে পারে । প্রিয়াঙ্কা রাজনীতিতে আসার পর উত্তরপ্রদেশের মুসলিম ভোট এবার কংগ্রেসের দিকে ঘুরে যাবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন । আর এতেই ঘাবড়ে গেছে গেরুয়া শিবির । যদিও প্রিয়াঙ্কার বারানসীতে ভোটে দাঁড়ানো নিয়ে বিজেপির কোনো ভয় নেই বলে স্মৃতি ইরানি মন্তব্য করেছেন ।

শনিবার জ়ি নিউজ়কে দেওয়া এক সাক্ষাত্কারে স্মৃতি বলেন, ইতালি থেকে বা দেশের, গান্ধী পরিবারের যে কোনও সদস্য মোদীর বিরুদ্ধে দাঁড়ালেও জিততে পারবে না।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + 5 =