জেলা 

সকালে ভোট গ্রহণ শুরু হতেই রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্র থেকেই ইভিএম বিভ্রাটের খবর , বিভ্রাটের জেরে ভোট দিতে পারলেন না দীপা -বিনয়

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন জায়গায় ইভিএম বিভ্রাটের খবর আসতে শুরু করেছে। ইভিএম বিভ্রাটে কলিয়াগঞ্জে ভোট দিতে পারলেন না রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী।

দার্জিলিংয়ের ব্লুম ফিল্ড হাইস্কুলে ভোট দিতে পারলেন না মোর্চা নেতা বিনয় তামাং।

Advertisement

মেখলিগঞ্জের একটি বুথে মক পোলিং চলাকালীন ইভিএম-এ সমস্যা ধরা পড়ে।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোটগ্রহণ শুরু হল। পাশাপাশি ভোট নেওয়া হচ্ছে দেশের ১৩ রাজ্যের ৯৫ আসনেও।

রাজ্যের ওই তিন কেন্দ্রে ৫,৩৯০টি  বুথ রয়েছে। ভোটার ৪৯ লক্ষ ৩২ হাজার ৩৪৬ জন। এইসব ভোটদাতারা আজ ৪২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।

দ্বিতীয় দফার ভোটগ্রহণের জন্য নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফে। ৮০ শতাংশ বুথে মোতায়েন করা হয়েছে আধাসেনা। সব মিলিয়ে এই দফার ভোটে ১৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।

দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য রয়েছে ৬৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে দার্জিলিংয়ে থাকছে ৩১ কোম্পানি আধাসেনা। শিলিগুড়িতে ২৯ কোম্পানি ও কালিম্পংয়ে ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

জলপাইগুড়ি লোকসভা আসনের নিরাপত্তার দায়িত্বে থাকছে ৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকছে ৬৪ কোম্পানি আধাসেনা।

যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না, সেখানে বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিস। রিজার্ভ ফোর্সও টহলদারি করবে। সব বুথেই থাকবে সিসি ক্যামেরা।

উত্তরবঙ্গে লোকসভার মোট আসন ৮টি। তার মধ্যে দুটি আসন, কোচবিহার ও আলিপুরদুয়ারে নির্বাচন হয়েছে প্রথম দফাতেই। দ্বিতীয় দফায় তিনটি আসনে নির্বাচন হচ্ছে। উত্তরবঙ্গের বাকি তিনটি আসন বালুরঘাট, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে তৃতীয় দফায়। ওই দফার ভোটগ্রহণ ২৩ এপ্রিল।

এবার লোকসভা নির্বাচন সাত দফায়। গত ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। ওই দিন দেশের ২০টি রাজ্যের ৯১টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়। আজ, দেশের ১৩ রাজ্যের ৯৫টি আসনে ভোট নেওয়া হচ্ছে। আজ ভাগ্য নির্ধারণ হবে রাজ বব্বর, হেমামালিনী, কানিমোঝি, ফারুক আবদুল্লার মতো প্রার্থীদের।

 

 

 

 

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − one =