দেশ 

সেনা জওয়ানদের হাতে হেনস্থার শিকার সরকারি আধিকারিক ; দ্বিতীয় দফার ভোটে আগে এই অভিযোগে চাঞ্চল্য কাশ্মীরে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী কাল দ্বিতীয় দফার ভোট । আর এই ভোটের আগেই এক আধিকারিক অভিযোগকে ঘিরে  চাঞ্চল্য ছড়াল কাশ্মীর উপত্যকায়।  সেনা জওয়ানদের বিরুদ্ধে ভোটের কর্তব্যরত এসডিএম ও তাঁর সহযোগীদের হেনস্থার অভিযোগ উঠেছে।

শুধু ভোটের কাজে বাধাই নয়। তার সঙ্গে ভোট কর্মীদের হেনস্থাও করা হয়েছে বলে দাবি করেছেন কাশ্মীরের দোরু এলাকার এসডিএম গুলাম রসুল ওয়ানি।

Advertisement

জানা গিয়েছে, শ্রীনগর -কাজিগন্দ হাইওয়েতে দালওয়াচ এলাকায় রীতিমত হেনস্থার শিকার হন ওই ভোট কর্মীরা। এমনই অভিযোগ জানিয়েছেন এসডিএম। ভোটের কাজে  যাওয়ার সময় রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে ড্রাইভারকে মারধর করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে মারধর করা হয় তাঁদেরও।

অভিযোগ পত্রে লেখা হয়, রাস্তায় নামিয়ে ২০ মিটার তাঁকে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়। এমনকি এসডিএমকে বন্দুকের নলের মুখেও রাখা হয়। কেড়ে নেওয়া হয় ফোন, পরে তা মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয়।

এই ঘটনায় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ  নিন্দায় সরব হন। তাঁর দাবি,’সেনার হাতে কাশ্মীরের মানুষ রোজই হেনস্থার শিকার হন। তবে এবার সরকারী অফিসারদেরও হেনস্থা হতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × five =