জেলা 

বোলপুরে প্রধানমন্ত্রীর সভার জন্য মাঠ পেতে কালঘাম ছুটছে বিজেপির ; ডাক-বাংলো মাঠে একই দিনে সভা সিপিএমের

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য জমি পেতে কাল ঘাম ছুটছে বিজেপির । কারণ তারা সভা করতে চেয়েছিল বোলপুরের মাঠে । বিজেপি চেয়েছিল বোলপুরের ডাকবাংলো ময়দানে ওই সভা করতে। কিন্তু ওই দিন ওই মাঠ আগেই ‘বুক’ করে রেখেছে জেলা সিপিএম। ২৪ তারিখ এই মাঠেই নির্বাচনী জনসভা করতে আসবেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মঙ্গলবার ডাকবাংলো ময়দান চাইতে গিয়ে জেলা প্রশাসনের কাছে বীরভূম জেলার বিজেপি নেতারা জানতে পারেন যে ওই মাঠ তারা সেদিন পাবেন না।

বীরভূম জেলার বিজেপির সহ সভাপতি জানান,’বোলপুর শহরের মাঝখানে ডাক বাংলো ময়দান। এটা বিশ্বভারতীর কাছেও। প্রধানমন্ত্রী চেয়েছিলেন বিশ্বভারতীর কাছে কোনও জায়গায় এই সভা করতে। কিন্তু জানতে পারলাম যে ২৪ এপ্রিল ওই মাঠ আগেই নিয়ে রেখেছে সিপিএম। তাই আমাদের এখন নতুন মাঠ খুঁজতে হবে। জেলার ও রাজ্যের নেতাদের সাথে আলচোনা করেই আমরা এবার প্রধানমন্ত্রীর সভার জন্য বিকল্প মাঠ খুঁজব’, বলে জানান তিনি।

Advertisement

এই কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল আর সিপিএমের প্রার্থী, বীরভূম কেন্দ্রের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। রামচন্দ্র ডোম বলেন, ‘আগামী ২৪ তারিখ বোলপুর ডাক বাংলো ময়দানে সভা করতে আসবেন আমাদের রাজ্য সম্পাদক আর তার জন্য প্রয়োজনীয় সব অনুমতি আমাদের নেওয়া আছে।’

বোলপুরের এই মাঠটি র‍য়েছে জেলা পরিষদের আওতায়। ‘কেউ যদি আগে সেই মাঠ বুক করে থাকেন নিয়ম অনুযায়ী তাঁরাই সভা করবেন। তাঁরা যদি সভা বাতিল করেন তাহলে সেই মাঠ তখন অন্য কাউকে দেওয়া যাবে। প্রধানমন্ত্রী সভা করলেও একই নিয়ম প্রযোজ্য’, বলে জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী।

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − twelve =