কলকাতা 

মুকুলের অভিযোগকে মান্যতা দিয়েই রাজ্যে আসছেন বিশেষ পর্যবেক্ষক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিজেপি নেতা মুকুল রায় অভিযোগ করেছিলেন রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব শাসক দলের হয়ে কাজ করছেন । এমনকি তিনি বিরোধীদের অনেক অভিযোগ শাসক দলের কাছে পাঠিয়ে দিচ্ছেন । অতএব এই আধিকারিকের অধীনে রাজ্যে নির্বাচন সুষ্ঠভাবে হওয়া সম্ভব নয় ।

শেষ পর্যন্ত মুকুল রায়ের অভিযোগই মান্যতা পেল । নির্বাচন কমিশন রাজ্যে    স্পেশাল অবজ়ারভার নিয়োগ করেছে গতকাল রাতেই।  তাঁর নাম অজয় নায়েক। বৃহস্পতিবার কলকাতায় তিনি কলকাতায় আসবেন বলে জানা গেছে । ওই দিনই তিনি রাজ্যের নির্বাচনের দায়িত্ব নেবেন ।

Advertisement

নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার থেকে তিনিই দেখবেন রাজ্যের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার নির্বাচনের কাজ। বিহার ক্যাডারের রিটায়ার্ড আমলা  অজয় নায়েক কড়া অফিসার হিসেবেই পরিচিত। তাঁকেই এই রাজ্যে ভোট পরিচালনার জন্য বেছে নিল কমিশন। তিনিই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পরামর্শ দেবেন। ২০১৫ বিহার বিধানসভা নির্বাচনের দায়িত্ব সামলেছিলেন এই অজয় নায়েকই।

কমিশন সূত্রে জানা গেছে দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পরেই অজয় নায়েক রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ার দায়িত্ব দেবেন । যদিও মুখ্য নির্বাচনী আধিকারিককে কমিশন সরিয়ে দেয়নি ঠিকই কিন্ত এবার থেকে নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তই অজয় নায়েক ই নেবেন ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 − eleven =