দেশ 

তাজমহলের আগের সৌন্দর্য ফিরিয়ে আনার নি্র্দেশ সুপ্রীম কো্র্টের

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্কঃ বিশ্বের সপ্তম সেরা প্রত্নতাত্তিক নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হল ভারতের তাজমহল। সম্রাট শাহজাহান তাঁর স্ত্রীর কবরের উপর এই ঐতিহাসিক সৌধটি নির্মান করেছিলেন। তা আজও সমগ্র বিশ্বের কাছে সেরা আকর্ষনের কেন্দ্রবিন্দু।সেই তাজমহল আজ নাকি বিপন্ন। রক্ষণাবেক্ষনের অভাবে তার মধ্যে প্রবেশ করেছে নানা রোগ। সাদা পাথরের রঙ পরিবর্তন হচ্ছে। আর তাজমহল দেখভাল করার দায়িত্বে রয়েছে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দফতর পুরাতত্ত্ব সবের্ক্ষণ বিভাগ। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি যে তাজমহলের দেখভালে সম্পূর্ণ  ব্যর্থ তা আজ বুধবার সুপ্রিম কো্র্টের বিচারপতিদের পর্যবেক্ষনে স্পষ্ট হয়েছে। দেশের শীর্ষ আদালত স্পষ্ট বলেছে,ঐতিহাসিক সৌধ তাজমহলের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেনি  পুরাতত্ত্ব বিভাগ।তাজমহল চত্ত্বরে মশা সহ নানা কীটপতঙ্গের অস্বাভাবিক বৃদ্ধিতে আদালত উদ্বেগ প্রকাশ করেছে। তাজমহলের রক্ষণাবেক্ষণের স্বা্র্থে প্রয়োজন হলে আন্তজাতির্ক বিশেষঞ্জ নিয়োগের পরামর্শ আদালত দিয়েছে। শীর্ষ আদালতের দুই বিচারপতি এমবি লোকুর ও দীপক গুপ্তের ডিভিসন বেঞ্চ পরিস্কারভাবে কেন্দ্রীয় সরকার ও পুরাতত্ত্ব বিভাগ বলেছেন, দেশ এবং বিদেশ থেকে বিশেষঞ্জদের ডেকে তাজমহলের কী কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে,ওই ঐতিহাসিক সৌধকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

9 + 4 =