জেলা 

মমতা তো আরএসএসের সভায় গিয়ে ওই সংগঠনের প্রশংসা করেছিলেন : বিমান বসু

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের বেলডাঙ্গার সভা থেকে কংগ্রেসকে রাজ্যের দুটি আসনে জেতাতে আরএসএস সদলবলে কাজ করছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই অভিযোগের পাল্টা উত্তর দিয়েছিলেন অধীর চৌধুরি ও সোমেন মিত্র । মঙ্গলবার আবার এই ইস্যুতে মুখ খুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তিনি সরাসরি বলের আরএসএসের সঙ্গে মমতার যোগাযোগের প্রমাণ রয়েছে । তিনি বলেন , “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পাঞ্চজন্য পত্রিকার অনুষ্ঠানে আরএসএস-র ক্যাম্পে বলেছিলেন, আমি না আসলে আরএসএস যে কত ভালো কাজ করে তা জানতে পারতাম না। তার রেকর্ড রয়েছে।”

মঙ্গলবার উত্তর মালদা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সিপিএম বিশ্বনাথ ঘোষ। তাঁর সমর্থনে নির্বাচনী প্রচারে গতকাল মালদায় আসেন বিমান বসু। বিকেলে হরিশ্চন্দ্রপুরে একটি রোড শো করেন তিনি। তাঁর সঙ্গে পা মেলান প্রার্থী বিশ্বনাথ ঘোষ সহ অন্য বাম নেতা-কর্মীরা। পরে হরিশ্চন্দ্রপুরেই এক জনসভায় বক্তব্য রাখেন বিমানবাবু।

Advertisement

তিনি বলেন, “বেকার যুবক-যুবতিদের চাকরির দাবিতে বিজেপি হঠাও, দেশ বাঁচাও। একই দাবিতে তৃণমূল হঠাও, রাজ্য বাঁচাও। সবার মনে রাখা প্রয়োজন, এটা ভারত। এখানে মানুষ মিলেমিশে থাকে। এই দেশে বহু ধর্মের, বহু বর্ণের, বহু ভাষার মানুষ আছে। কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যও আছে। মালদা জেলাতেও তার প্রমাণ রয়েছে। এখানেও বৈচিত্র্যের মধ্যে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ মানুষ। রামনবমী নতুন নয়। প্রায় 80 বছর বয়স হল। কিন্তু আমি কখনও রামনবমী নিয়ে রাজনীতি করতে দেখিনি।”

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × two =